রায়পুর সরকারি হাসপাতালের সেবার মান বাড়ানোর দাবিতে মানববন্ধন

0
567

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা সরকারি হাসপাতালে ডাক্তার, নার্স বৃদ্ধিসহ চিকিৎসা সেবার মান উন্নত করাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে রায়পুর শাখার সম্মিলিত সামাজিক আন্দোলন নামের একটি সংগঠন। শনিবার দুপুরে সরকারি হাসপাতালের সামনে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ভালো আচরণ করা, বেসরকারি অ্যাম্বুুলেন্স হাসপাতালের বাইরে রাখা ও দালাল চক্রের হাসপাতালে প্রবেশ নিষিদ্ধ করার ও সরকারি চিকিৎসকদের প্রাইভেট ক্লিনিকে রোগী দেখা বন্ধ ও হাসপাতাল দালালমুক্ত করার দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন,সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, খেলাঘর কেন্দ্রীয় কার্যকারী কমিটির সদস্য এম এ রহিম,মো.আজম প্রমুখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

15 − 8 =