Site icon Aparadh Bichitra

উজিরপুরে আলোচিত হুমায়ুন হত্যার রহস্য উৎঘাটন ও খুঁনিদের বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানবন্ধন

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আলোচিত হুমায়ুন হত্যার রহস্য উৎঘাটন ও খুঁনিদের বিচারের দাবীতে শিক্ষার্থীরা মানবন্ধন করেছে। গতকাল দুপুর ১ টায় উপজেলার শিকারপুর শেরে-ই-বাংলা ডিগ্রি কলেজের ছাত্র সায়মন ইসলাম রিজভি,উজ্জল চক্রবর্তী,রাফাতুল ইসলাম এর নের্তৃত্বে শত.শত শিক্ষার্থীরা শিকারপুর বন্দরের সামনে প্রধান সড়কে উপরে দীর্ঘক্ষন লাইনে দাড়িয়ে হত্যার রহস্য উৎঘ্াটন করে দ্রুত খুঁনিদের গ্রেফতার পুর্বক দৃষ্টান্ত মূলক শাস্ত্রির দাবীতে এ মানববন্ধন করেছে। এ ছাড়াও মানবন্ধনে অংশ গ্রহন করেন নিহতের বড় ভাই ইউপি সদস্য সেলিম মুনসি, বন্দর ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন মুনসি, সাধারন সম্পাদক আঃ করিম খাঁন,আওয়ামীলীগ নেতা নান্নু সিকদার.ব্যবসায়ী বাবুল হোসেন এবং জয়শ্রী মুন্ডপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকান্দার হাওলাদারসহ সকল শিক্ষার্থীরা।

 

উল্লেখ্য ৯ মে বেলা ১টায় হুমায়ন কবির(৩৫)কে দুবৃত্তরা হত্যা করে সন্ধ্যা নদীতে লাশ ফেলে দিয়েছে। এ ঘটনায় ১০ মে নিহতের ভাই হেমায়েত উদ্দিন মুনািস বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অজ্ঞাতনামা একটি মামলা দায়ের করেন। স্থানীয় সুত্রে আরো জানা যায় এ হত্যার ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। হত্যার ঘটনা ৩ দিন অতিবাহিত হলেও থানা পুলিশ খুঁনিদের গ্রেফতার করতে না পারায় উদ্বেগ প্রকাশ করেন পরিবার ও এলাকাবাসী। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জানান অচিরেই হত্যার রহস্য উৎঘাটন করে খুনিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন করা হবে বলে ঘোষনা দেন।