Site icon Aparadh Bichitra

শাহবাগ মোড় অবরোধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা

কোটা সংস্কার করে প্রজ্ঞাপনের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ১২টা ৫৫ মিনিটে মিছিল নিয়ে এসে অবরোধ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

এর আগে পূর্বঘোষণা অনুযায়ী সকাল থেকে সারাদেশে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ক্লাস-পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। একাডেমিক ভবনগুলোতে তালা লাগিয়ে দেন তারা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে জড়ো হন আন্দোলনকারীরা। সেখান থেকে মিছিল বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে আসে। মিছিলে শিক্ষার্থীরা ‘আর নয় কালক্ষেপন দিতে হবে প্রজ্ঞাপন’, ‘হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই’, ‘কোটা দিয়ে কামলা নয় মেধা দিয়ে আমলা চাই’ ইত্যাদি স্লোগান দেয়।