আমরা দুর্যোগ মোকাবেলায় সিপিপি মডেল অনুসরণ করছি

0
576

দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের মানুষ পারদর্শিতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা দুর্যোগ মোকাবেলায় সিপিপি মডেল অনুসরণ করছি। দুর্যোগ মোকাবিলায় আমরা বিভিন্ন নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করছি। আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রতিবন্ধী ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগের সময় কী কী করতে হবে সে ব্যাপারে ভলান্টিয়ারদের ট্রেনিং দেওয়া হয়েছে। আমি মনে করি এ ধরনের প্রশিক্ষণ দুর্যোগ মোকাবেলায় অনেক ভুমিকা রাখবে। ৮ লক্ষ প্রতিবন্ধীকে প্রতিমাসে ভাতা দেওয়া হয়ে থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা ৮০ হাজার প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছি। ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ অর্জন করতে বাংলাদেশ বদ্ধপরিকর। অনুষ্ঠনে সভাপতিত্ব করেন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন থাইল্যন্ডের এমপি মুনথেইন বুনতান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

thirteen + 18 =