আজ সন্ধ্যায় চাঁদ উঠলে শুরু হয়ে যাবে পবিত্র রমজান মাস

0
1368

পবিত্র রমজানের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে সিদ্ধান্ত দিতে আজ বুধবার মাগরিবের পর বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ চাঁদ দেখা গেলেই আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে হিজরি ১৪৩৯ সনের  প্রথম রোজা। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

আজ চাঁদ দেখা গেলে রাতে তারাবিহ আদায় শেষে ভোরে সেহরি খাবেন তারা। আর আজ বুধবার চাঁদ না উঠলে আগামীকাল বৃহস্পতিবার রাতে তারাবিহ আদায়ের পর শুক্রবার শুরু হবে প্রথম রোজা। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হিজরি বর্ষে ক্ষণগণণা শুরু হয় সন্ধ্যায় চাঁদ ওঠা থেকে। আগে রাত অতিবাহিত হওয়ার পর দিন আসে। সে কারণেই আজ সন্ধ্যায় চাঁদ উঠলে শুরু হয়ে যাবে পবিত্র রমজান মাস। তবে প্রথম রোজাটি কাটবে কাল। দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে এবং ৯৫৬৩৩৯৭, ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বর বা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nine − 3 =