বাড়ির ম্যানেজার ভাড়াটে ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে লাপাত্তা

0
496

মো:ফজলুর: মোঃ বাবুল হোসেন ,পিতা-মোঃ মকবুল হোসেন গ্রাম
মওয়ামারী,পোঃবেরুবাড়ী,থানাঃনাগেশ্বরী,জেলা কুড়িগ্রাম। মকবুল হোসেন
আশুলিয়া,জিরানি বাজার,মাজার রোড সাভার এক ব্যক্তির বাড়ির ম্যানেজারের
দায়িত্বরত ছিলেন। তিনি বাড়িওয়ালা বাহিরে থাকায় ভাড়াটের কাছে ঘর চুক্তি
বাবদ ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে স-পরিবারে পালিয়ে যায়। গত ১৫ জুলাই ২০১৭
সালে তার সাংসারিক ও নানা বিধি বৈধ কাজের জন্য  মোঃ মাহবুব রহমান(পিতাঃ
মোঃ জোনাব আলী,ঠিকানা ঃমাজার রোড,পোঃবিকেএসপি,থানাঃ আশুলিয়া,উপজেলা
সাভার) ভাড়াটের নিকট থেকে নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা এবং  পরবর্তিতে
১,০০,০০০(এক লক্ষ) টাকা  অগ্রীম নিয়ে সেই সাথে প্রতি মাসে ৬০০০(ছয় হাজার)
টাকা পরিশোধ করার কথা ভাড়াটের নিকট থেকে সরকারি ষ্টাম্পে(কঢ ৬৩০০০২৮) ২
জন স্বাক্ষি উপস্থিতিতে এবং ভাড়াটে স্বাক্ষ মাধ্যমে ১ লক্ষ টাকা গ্রহন
করে থাকেন তিনি।

সূত্রে  আরো জানতে পারা যায় তিনি ১ লক্ষ টাকার ষ্ট্যাম্প
করলেও পূর্বে নেওয়া ৫০ হাজার টাকার কথা উক্ত চুক্তি পত্রে উল্লেখ্য
ছিলোনা। কিন্তু পরবর্তিতে ভাড়াটের চুক্তি অনুযায়ে বাসা ছেড়ে দিতে চাইলে
এবং উক্তো টাকা ফেরত চাইলে  বাড়ির ম্যানেজার মোঃ বাবুল হোসেন টাকা ফেরত
না দিয়ে রাতের অন্ধকারে মোঃ মকবুল হোসেন,তারস্ত্রী কহিনুর পরিবার পালিয়ে
জান। এ বিষয়ে বাড়িওয়ালার নিকট জানতে চাইলে তিনি বলে তিনি টাকা নেওয়ার
বিষয়ে কোন কিছু বলতে পারেন না। এ প্রতিবেদন লেখা পর্যন্ত  বাবুল হোসেন
(দাতা) নিকটস্থ থানায় কোন জিডিও করেননি বলে জানতে পারা যায়। এধরনের
প্রতারকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন অসহায় মোঃ
মাহবুব রহমান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 + 7 =