নাঙ্গলকোটে সিএনজি ড্রাইভারদের থানা মান্থলি এবং জিপির নামে কাউকে কোন টাকা দিতে হবে না-পরিকল্পনামন্ত্রী

0
637

সংবাদাতাঃ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) বলেছেন, রমজান মাস গৌরবের মাস। আল্লাহ সকল ধর্মগ্রন্থ রমজান মাসে পাঠিয়েছেন। পবিত্র কোরআন শরীফ আমাদের জীবনের নিত্য সঙ্গী। পবিত্র রমজান মাসে আল্লাহ ৭০ গুণ সওয়াব বাড়িয়ে দেন। রমজান মাসে বেহশতের দরজা খোলা থাকে। দোজখ বন্ধ হয়ে যায়। সবাইকে নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে। রোজা রাখতে হবে। রোজা কারো জন্য মাফ নাই। ভাল কাজ করতে হবে।

পরিকল্পনা মন্ত্রী  আ হ ম মুস্তফা কামাল এমপি গতকাল শনিবার দুপুরে নাঙ্গলকোট গরু বাজার সিএনজি স্ট্যান্ডে সিএনজি অটো রিক্সা শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নাঙ্গলকোট পৌর মেয়র আবদুল মালেকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব অধ্যক্ষ আবু ইউছুফ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ছাদেক হোসেন ভুঁইয়া, আবুল খায়ের আবু, উপাধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, নাঙ্গলকোট পৌরসভা আওয়ামীলীগ সভাপতি একেএম মনিরুজ্জামান।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিকদের উদ্দেশ্যে বলেন-আপনারা কাউকে ঘুষ দিবেন না। ঘুষ দিলে বেহশতে যেতে পারবেন না। যারা ঘুষ খায় এবং ঘুষ দেয় উভয়েই জাহান্নামে যাবে। সিএনজি ড্রাইভারদের কাছ থেকে সাদা পোশাকে টাকা নিয়ে যায়। থানা পুলিশের নামে মান্থলির কথা বলে টাকা নিয়ে যায়। আপনারা পুলিশকে টাকা দেয়া বন্ধ করবেন। থানার নামে কেউ টাকা দাবি করলে আপনারা পৌর মেয়র আবদুল মালেক, উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব অধ্যক্ষ আবু ইউছুফসহ আওয়ামীলীগ নেতাদের জানাবেন। আজকে থেকে সিএনজি ড্রাইভারদের কোন খাতে টাকা দেয়া  লাগবে না। নাঙ্গলকোটে স্থায়ীভাবে ৪টি সিএনজি স্ট্যান্ড করে দেয়া হবে। আমার দাবি, আপনারা যেখানে-সেখানে সিএনজি অটোরিক্সা রাখবেন না। তিনি সিএনজি ড্রাইভারদের উদ্দেশ্যে আরো বলেন-আপনারা স্ত্রী, ছেলেমেয়েদেরকে নিয়ে একদিন আমার বাড়ি আসবেন। আমি আপনাদের পরিবারের একজন হতে চাই। নাঙ্গলকোট পৌরসভাকে বাংলাদেশের অন্যান্য পৌরসভার চাইতে আলাদাভাবে তৈরী করবো। পৌর বাজারে ১০তলা ভবন তৈরী করা হবে। একই ভবনে সব ধরণের ব্যবসায়ীরা ব্যবসা করবে। নাঙ্গলকোটের মিয়ার বাজারে ফিলিং স্টেশন তৈরীর কাজ শুরু হয়েছে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল শনিবার বিকেলে উপজেলার বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল ও গণসংযোগ অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eighteen − 16 =