রমযানের পবিত্রতা রক্ষা করুন হয়রানি ও অনাচার বন্ধ করুন

0
1152

সমগ্র মুসলিম জাহানের জন্য পবিত্র মাস রমজান। দীর্ঘ এক মাস সিয়াম সাধনের মাধ্যমে মহান আল্লাহ’র সন্তুষ্টি অর্জন করার মধ্যেই রয়েছে বান্দার সফলতা। মুসলমানদের চলাফেরা, কথা, আচরন সকল ক্ষেত্রেই সংযমের পরিচয় দিতে হবে পবিত্র এই মাসে। শুধু তাই নয়, রমজানের শিক্ষা সারা বছর অনুসরন করতে হবে। আমাদের দেশে প্রতি বছর রমযান মাসে মানুষের হতাশা ও হয়রানি বেড়ে যায় যা অস্বীকার করার কোন উপায় নেই। তবে কি আমরা রমযানের আদর্শ অনুসরন করি না? প্রতি বছর রমযান আসার আগ মুহুর্তে মানুষের মনে আতংক বিরাজ করে যে, দব্যমূল্যের উর্দ্ধগতিতে দিশেহারা হতে হবে কি না।

যানবাহনে ভাড়া বৃদ্ধি ও চাঁদাবাজির কবলে পড়ে দিশেহারা হতে হবে কি না। তাছাড়া খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের অন্যায়ভাবে মুজদ করে এক শ্রেনীর ব্যবসায়ী মানুষের মাথায় বাড়ি দিয়ে রাতারাতি কোটিপতি হওয়ার মত তিক্ত অভিজ্ঞতা রয়েছে আমাদের। ঈদকে টার্র্গেট রেখে অফিস আদালতে ঘুষের পরিমান আশংকাজন হারে বৃদ্ধি পায় প্রতি রমযান মাসে। এদিকে পুলিশের ঈদ টার্গেটকে কেন্দ্র করে সড়ক-মহাসড়কে পুলিশের চাঁদাবাজি ও সাধারন লোকদেরকে হয়রানি নিয়ে প্রতি বছর গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে পবিত্র রমযান থেকে আমরা কী শিক্ষা গ্রহণ করছি? ইসলাম ধর্মে উল্লেখ আছে পবিত্র রমযান মাসের ইবাদত সারা বছরের ইবাদতের চেয়ে উত্তম। মহান আল্লাহ’র কাছে পানা চাওয়ার এক পবিত্র মাস রমযান। এখানে আরেকটি বিষয় উল্লেখ করা দরকার। রমযান মাসে এক শ্রেণীর মোল্লা মৌলভী মসজিদের মাইক দিয়ে সেহেরির এক ঘন্টা আগে থেকে প্রচন্ড শব্দে অযথা চেচামেচি করতে থাকে। এর ফলে অনেক অসুস্থ মানুষের অনেক অসুবিধা হয়ে থাকে। আবার অনেক মোল্লা মসজিদের মাইক দিয়ে বিকট শব্দে একটু পর পর সেহেরির শেষ সময় ঘোষণা দিতে থাকে। ওদের কান্ডকারখানা দেখলে মনে হয় ওরা ছাড়া কোন রোজাদার সেহেরির শেষ সময়টি কখন তা জানে না। এর প্রতিদাদ করলে অনেক মোল্লা দলবল নিয়ে প্রতিবাদিকে আক্রমন করতে আসে যা ভয়ংকর। ইসলাম ধর্মে যাদের গভীর জ্ঞান আছে তাদের কাছ থেকে জানা যায় সেহেরির আগে মসজিদের মাইক দিয়ে এধরনের চেচামেচি ও হাকডাক ইসলামে বৈধ নহে। একারনে দেশের বিভিন্ন এলাকায় অনেক মসজিদ আছে যেখানে অভিজ্ঞ ইমাম সাহেবদের পরামর্শে সেহেরির আগে মাইক দিয়ে অযথা চেচামেচি ও হাকডাক করা হয় না। আমাদেরকে ইসলামের প্রকৃত শিক্ষা নিতে হবে ও বন্ধ করতে হবে ধর্মের নামে হয়রানি ও অনাচার।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

8 − six =