Site icon Aparadh Bichitra

হাইকোর্টের রুল জারি নাজিমের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে

রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসচাপায় নিহত ঢাকা ট্রিবিউন পত্রিকার কর্মকর্তা মো. নাজিম উদ্দিনের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে স্বরাষ্ট্রসচিব, সড়ক ও যোগাযোগ সচিব, বিআরটিএ’র চেয়ারম্যান ও এ এমডি, পুলিশের আইজি, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

নাজিম উদ্দিনের মৃত্যু নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রবিবেদন আমলে নিয়ে মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। গত ১৭ মে রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর মনজিল পরিবহন ও শ্রাবণ সুপার নামে দুটি যাত্রীবাহী বাসের বেপরোয়া গতির পাল্লায় একটি বাসের চাপায় মারা যান ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী মো. নাজিম উদ্দিন। তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার বালুরচর এলাকায়। থাকতেন রাজধানীর শ্যামপুর থানার পোস্তগোলায়। মৃত্যুর তিন দিন আগে দ্বিতীয় সন্তানের বাবা হন তিনি।