সড়কের এই জরাজীর্ণ ও করুণ দশা দেখার কী কেউ নেই

0
436

দেখে মনে হতে পারে কোনো কাঁচা রাস্তার চিত্র। বাস্তবে নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা-লুটিয়া পাকা সড়ক এটি। প্রায় এক বছর আগে সড়কটি সংস্কার করা হলেও বর্তমানে এই করুণ দশা। সড়কটির পদ্মবিলা, ঝিকড়া, আমাদা পূর্বপাড়া, কুমড়িসহ বিভিন্ন এলাকায় এ করুণ অবস্থার সৃষ্টি হয়েছে।

নড়াইলের গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে আমাদা আদর্শ কলেজসহ ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এবং ১৫টি গ্রামের লোকজন যাতায়াত করেন। কিন্তু তিন মাসের বেশি সময় পিচ ও খোয়া উঠে সড়কে কাঁদামাটি বের হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তাই সড়কে ভারি যানবাহন যেমন চলতে পারছে না, তেমনি পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। সড়কের বিশাল বিশাল গর্তে কোনো ইটের টুকরো ফেলেও একটু ভালো করার উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ভুক্তভোগীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সড়কের এই জরাজীর্ণ ও করুণ দশা দেখার কী কেউ নেই!

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five + 5 =