Site icon Aparadh Bichitra

৯ বছর ক্ষমতার পরে এখন মনে হচ্ছে মাদক ব্যবসায়ীদের যেনতেনভাবে গুলি করবেন: সাকি

গণসংহতির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, মাদক একটি খুবই গুরুতর সমস্যা। এটি বাংলাদেশে ভয়াবহ অবস্থায় রূপ নিয়েছে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু হঠাৎ করে মাদক যে একটি ভয়াবহ সমস্যা সে বিষয়টি সরকার যেন জানতে পারলেন। ব্যাপারটি এমন যে এতো দিন মাদক কোনো সমস্যা ছিল না।

বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভিতে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। এসময় জুনায়েদ সাকি বলেন, আপনারা (সরকার) ৯ বছর ক্ষমতার পরে এখন মনে হচ্ছে মাদক ব্যবসায়ীদের যেনতেনভাবে গুলি করবেন। মূল সমস্যার জায়গাটিকে ভেঙে দেওয়া দরকার। এই বিষয়টিকে আইনের মাধ্যমে ভাঙা যেত। কিন্তু আপনারা (সরকার) সেটা চান না। তিনি আরো বলেন, দেশটি তো আর হিন্দি ছবির মতো নয়, আপনি (সরকার) সিনেমা দেখে যদি মনে করেন যে এভাবে দেশ চালাব। তাহলে এই রাষ্ট্রে টিকে থাকার যে ন্যায্যতা সেটা ভীষণভাবে হুমকির মুখে রাখছি। জুনায়েদ সাকি বলেন, রাজনৈতিক যে চক্র সেটাকে আনা দরকার। বর্তমান সরকার এখন পর্যন্ত রাজনৈতিক ব্যর্থতা যেভাবে এখন পর্যন্ত দেখিয়েছে। তার সাথে লোক দেখানো মানুষ মারাকে সমাধান হিসেবে দেখানো এই সরকারের চরম একটি ব্যর্থতার প্রকাশ।