রাজধানীর বিভিন্ন বস্তিতে মাদকবিরোধী অভিযানে ৫২ জনকে আটক

0
515

রাজধানীর গুলশানের করাইল ও কমলাপুরের টিটিপাড়া বস্তিতে পুলিশের অভিযানে ৫২ জনকে আটক করা হয়েছে। এক হাজার করে মোট দুই হাজার পুলিশ সদস্য নিয়ে এই মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ ছাড়া এই দুই বস্তি থেকে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা, এক মণ গাঁজা এবং বিপুল পরিমাণ দেশি মদ ও ফেনসিডিল জব্দ করা হয়। শনিবার রাত সাড়ে ৯টার দিকে একই সময়ে এই দুই বস্তিতে এ অভিযান শুরু হয়।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, ‘দুই বস্তির অভিযানে পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ, ডগ স্কোয়াড, রায়ট কার, সোয়াট সদস্যরাও উপস্থিত ছিলেন। গুলশানের করাইল বস্তি থেকে ৩০ জন, কমলাপুরের টিটিপাড়া বস্তি থেকে ২২ জনসহ মোট ৫২ জনকে আটক করা হয়েছে।’ মনিরুল ইসলাম বলেন, ‘মাদক যেখানে বিক্রি হয়, সেখানে গডফাদাররা থাকেন না। তাদের ধরতে হলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য দরকার। গডফাদারদের ধরতে গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তাদেরকে ধরা হবে।’মাদককে জঙ্গিবাদের মতো বড় সমস্যা হিসেবে উল্লেখ করে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার আরও বলেন, ‘জঙ্গি নির্মূল করতে যেভাবে অভিযান চালানো হয়েছে, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধেও সেরকম অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। এর মাধ্যমে জঙ্গিবাদের মতো মাদককেও নির্মূল করা হবে।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nine + 7 =