Site icon Aparadh Bichitra

হলুদ জাতের তরমুজের চাষ

চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো এবার গ্রীষ্মকালীন হলুদ জাতের তরমুজের চাষ হয়েছে। সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের তিনজন কৃষক বাণিজ্যিকভাবে এ তরমুজের চাষ করেছেন। ফলনও হয়েছে ভালো। হলুদ তরমুজের ক্ষেত দেখার জন্য জেলা ও জেলার বাইরের বিভিন্ন এলাকার মানুষ প্রতিদিন আসছে গাড়াবাড়িয়ায়।

এরই মধ্যে শুরু হয়েছে তরমুজ বিক্রি। ক্ষেত থেকে তরমুজ তুলে ঢাকা ও চট্টগ্রামে নিয়ে যাচ্ছে কৃষকরা। দামও পাচ্ছে ভালো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, হলুদ রঙের তরমুজের নাম গোল্ডেন ক্রাউন। অন্যান্য তরমুজ যেভাবে চাষ হয়ে থাকে, একই পদ্ধতিতে এই তরমুজেরও চাষ করা হয়।