Site icon Aparadh Bichitra

ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ২৫ জন নিহত,আহত শতাধিক

গুয়েতেমালায় ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ২৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো শতাধিক ব্যক্তি। আগ্নেয়গিরিটি রাজধানী গুয়েতেমালা সিটি থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। গুয়েতেমালার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (কনরেড) জানিয়েছে, লাভার একটি স্রোত এল রোদেও গ্রামে আঘাত হেনেছে।

এর ফলে সেখানকার ঘরবাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি ভেতরে থাকা মানুষজন পুড়ে গেছে। আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইয়ের কারণে গুয়েতেমালা সিটির লা অরোরা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে, গুয়েতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস জানিয়েছেন, একটি ‘ইমারজেন্সি রেসপন্স’ সেন্টার চালু করা হয়েছে। স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন, ১৯৭৪ সালের পর এটিই দেশটিতে সবচেয়ে বড় ধরনের অগ্ন্যুৎপাত।