৭৫ কোটি ৫৬ লাখ ৭০ হাজার টাকা সমমূল্যের চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ

0
2637

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মে মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৭৫ কোটি ৫৬ লাখ ৭০ হাজার টাকা সমমূল্যের বিভিন্ন প্রকার চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করেছে। সোমবার দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এব সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৮২৮ পিস ইয়াবা, ৫ হাজার ৭৬ বোতল বিদেশী মদ, ২৭১ লিটার বাংলা মদ, ১ হাজার ৯৯৩ ক্যান বিয়ার, ২৮ হাজার ৭৩০ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৩৯০ কেজি গাঁজা, ১ কেজি ২৫০ গ্রাম হেরোইন, ১ লাখ ৬৫ হাজার ৫৬৩টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৬ লাখ ২৪ হাজার ৭৩০টি নেশাজাতীয় ইনজেকশন এবং ৭ লাখ ৩৯ হাজার ৬২০টি অন্যান্য ট্যাবলেট। জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে ১০ কেজি ৮৯৯ গ্রাম স্বর্ণ, ১৬ হাজার ৭৭০টি শাড়ি, ৬ হাজার ৭৩টি থ্রীপিস/শার্টপিস, ৩ হাজার ৩১৩ মিটার থান কাপড়, ৭ হাজার ৯৯৭টি তৈরী পোশাক, ১ হাজার ১২১ টি গাড়ীর যন্ত্রাংশ, ৮ টি পিকআপ, ১০ টি ট্রাক, ৭ টি সিএনজি চালিত অটোরিক্সা, ৪৮ টি মোটর সাইকেল, ১৫ হাজার ৭২ ঘনফুট কাঠ এবং ৩ হাজার ৮৫৮ কেজি চা পাতা। এছাড়া ২টি পিস্তল, ৪টি ওয়ান শুটার গান, ৯ রাউন্ড গুলি এবং ৪ টি ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৫১ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৮৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১০ জন ভারতীয় নাগরিককে আটক করে ৯ জনকে বিএসএফ’র কাছে হস্তান্তর এবং ১ জনকে থানায় সোর্পদ করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বিজিবি ৪৬৮ কোটি ১৩ লাখ ৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করেছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

13 + 11 =