জুমার নামাজ পড়তে বাসচাপায় নারীর মৃত্যু

0
459

কেরানীগঞ্জ থেকে জুমার নামাজ পড়তে হাইকোর্ট মসজিদে যাচ্ছিলেন তিনি। এ মসজিদে পুরুষের পাশাপাশি আলাদাভাবে নারীরা জামাতে নামাজ পড়েন। কিন্তু মসজিদে যাওয়ার আগেই জাতীয় প্রেস ক্লাবের সামনে বাস চাপায় প্রাণ হারান সমিরন বেগম (৫০)। প্রত্যক্ষদর্শীরা জানান,  প্রেস ক্লাবের সামনে কয়েকটি বাসের যাত্রীরা ওঠা-নামা করছিলেন। এরমধ্যে একটি বাস থেকে নামার পরপরই দুর্ঘটনার শিকার হন সমিরন।

এ সময় মোহাম্মদপুরগামী মিডলাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। আশপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মিডলাইন পরিবহনের বাসটি আটক করা হয় এবং চালক তরিকুলকে গ্রেপ্তার করে পুলিশ। সমিরনের ছেলে উজ্জ্বল জানান, কেরানীগঞ্জের বাসা থেকে হাই কোর্টের মসজিদে জুমার নামাজ পড়তে এসেছিলেন তার মা। প্রতি শুক্রবারই তিনি ওই মসজিদে নামাজ পড়তেন। হাইকোর্টের মসিজদে যাওয়ার জন্যই প্রেস ক্লাবের সামনে বাস থেকে নামার পরপর দুর্ঘটনা ঘটে। সমিরনের স্বামী আবদুল বারেক বছর দশেক আগে মারা যান। একমাত্র ছেলে উজ্জ্বলকে নিয়ে শুভাড্ডায় থাকতেন সমিরন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাস চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি। নিহত সমিরনের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

15 − 7 =