বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা ভেজাল পণ্য রাখায়

0
738

রমজানের  শুরু থেকে ভেজাল বিরোধী অভিযানে নামকরা শোরুম ইনফিনিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর জরিমানা প্রদান করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরীর অভিযোগে গুলশানের পূর্নিমা রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে (৯ জুন) রাজধানীর গুলশানে পূর্নিমা রেস্টুরেন্টে অভিযান চালায় ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

এ সময় তারা অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ খাবার রাখার প্রমাণ পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে শনিবার সকালে রাজধানীর বেইলি রোডের নবাবী ভোজকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমান করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে একই এলাকায় ইনফিনিটি শো রুমে অভিযান চালিয়ে লরিয়েলসহ স্টিকারবিহীন বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের কসমেটিকস রাখা এবং কর ফাঁকির অপরাধে প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × 2 =