মান্দায় ৩ মাদক স¤্রাজ্ঞীসহ ১৪ জন আটক

1
2203

ব্যুরো অফিস, রাজশাহীঃ নওগাঁর মান্দায় মাদক বিরোধী সাঁড়াশি অভিযানে ১৪ জনকে আটক করেছে থানা পুলিশ। নওগাঁ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (প্রশাসন) মতিউর রহমানের নেতৃত্বে শনিবার দুপুরে উপজেলার দেলুয়াবাড়ি, চৌবাড়িয়া, হোসেনপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় আটককৃতদের নিকট থেকে চোলাইমদ, গাঁজা, ফেন্সিডিল, ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, আওরঙ্গজেব জেবুর স্ত্রী নুরজাহান বিবি (৩০), আজমের স্ত্রী ফুলজান বিবি (৩৫), মদন ওরাও’র ছেলে বাবুল ওরাও (৩৮) আব্দুল হাকিমের ছেলে সিরাজুল ইসলাম (২৬), রফিকুল ইসলামের ছেলে রুবেল (২০), হাজী নুর উদ্দিনের ছেলে এমদাদুল মন্ডল (৪৫), মমতাজ আলীর ছেলে সোহেল রানা (২৩), রহিম উদ্দিনের ছেলে আল হেরাজ (৩৬), বিনোদ কুমারের স্ত্রী আরতি রানী (২৮), ঠুনা ওরাও’র ছেলে কামাল ওরাও (৩২), ধাবু সরদারের ছেলে শিবনাথ সরদার (৩৫), মেঘু শেখের ছেলে রবিউল ইসলাম (৩৫), সাইফুল ইসলামের ছেলে এখলাছুর রহমান বাবু (৩২), খুলু হাজদার ছেলে বাবডু (৫০)। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান মান্দা থানার ওসি আনিসুর রহমান। ওসি আরও বলেন, আটককৃতদের মধ্যে ৩ জন মাদক সম্রাজ্ঞী রয়েছে।
নওগাঁ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (প্রশাসন) মতিউর রহমান জানান, দেশজুড়ে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার দেলুয়াবাড়ি, চৌবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৪ জনকে আটকসহ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen − twelve =