রোহিঙ্গাদের সহায়তার জন্য ২০০ মিলিয়ন জাপানিজ ইয়েন বরাদ্দ

0
931

রোহিঙ্গাদের সহায়তার জন্য ২০০ মিলিয়ন জাপানিজ ইয়েন বা ১.৭৮ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে জাপান সরকার। আন্তর্জাতিক শরণার্থী সংগঠন ইউএনএইচসিআর- এর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ অর্থায়ন ব্যয় হবে ঢাকায় অবস্থিত জাপানের দূতাবাস জানায়, মূলত বর্ষা মৌসুম ও সাইক্লোন থেকে রক্ষা পেতে পূর্ব প্রস্তুতি এবং উদ্ধার পর্বের জন্য এ বরাদ্দ দিয়েছে তারা।

এসবের পাশাপাশি জাইকার মাধ্যমেও বিভিন্ন ধরনের মানবিক ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে জাপান সরকার। এর মধ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম- এর সাথে কক্সবাজার এলাকায় প্রায় ৪০ হাজার মানুষের জন্য পানি সরবরাহের ব্যবস্থা করেছে। এর মাধ্যমে রোহিঙ্গাদের পাশাপাশি ক্ষতিগ্রস্থ স্থানীয়রাও সেবা পাবে। প্রসঙ্গত, মিয়ানমারের সেনাবাহিনী দ্বারা অত্যাচার নির্যাতনের শিকার হয়ে গত বছরের আগস্ট থেকে প্রায় সাত লাখ রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা কক্সবাজারে আশ্রয় নেয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × 5 =