সরকারি রাস্তা দখল করে ৪তলা অবৈধ ভবন নির্মাণ

0
859

বেলায়েত হোসেনঃ বি-৫, মহাখালী পুরাতন বাজার, বনানী, ঢাকা। সরকারি রাস্তা দখল করে কোন প্রকার প্লান পাশ, নকশা, রাজুকের অনুমিত ছাড়াই অবৈধ ভাবে সামান্য জায়গার ভিতরে ৪ তলা ভবন তৈরি করা হয়েছে। এত অল্প জায়গার মধ্যে ৪ তলা ভবন নির্মাণ করা সম্বব না। তার পরেও করা হয়েছে। বাজার কমিটি বিল্ডিং না করার জন্য নোটিশ প্রদান করলেও কারো কথা আমলে না নিয়ে নিজ ক্ষমতার জোরেই তৈরি করা হয় এমন ঝুকিপূর্ন ভবন।

রাজুকের উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায় এই ভবনের মালিকে কোন প্রকার অনুমিত দেওয়া হয়নি। এত অল্প জায়গার মধ্যে অনুমিত পাওয়া যায় না। এমন দূর্বল ভবন তৈরি করার ফলে ঘটতে পারে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা। সরোজমিনে তদন্ত করর দেখা গেছে, যেই শরু রাস্তার উপর অবৈধ ৪ তলা ভবন করা হয়েছে তাতে এই রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারন মানুষর উপরে পড়ে হতাহতের মত ঘটনা ঘটতে পারে। ভবনের মালিকের সাথে কথা বলে বিষয়াদি জানতে চাইলে তিনি বলেন, কোন ক্ষতি হবে না যদি হলে আমি ক্ষতিপূরণ দিব। এখন সাধারন মানুষর দাবি হল যদি প্রান হানির ঘটনা ঘটে তাহলে ক্ষতিপূরণ দিয়ে কি হবে। তার চাইতে আগে থেকেই সাবধান হওয়া জরুরী।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 − fourteen =