সিরাজগঞ্জে গোয়েন্দা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

0
1896

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুরে রেলওয়ে ষ্টেশন এলাকায় রবিবার রাত আড়াইটার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে বন্দুক যুদ্ধে শাহীন শেখ (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৩শ পিচ ইয়াবা উদ্ধার করেছে। বন্দুক যুদ্ধে গোয়েন্দ পুলিশের তিন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এরা হলেন, সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের এএসআই শামীম সরকার, কনষ্টেবল শাহীন ও মানিক চন্দ্র দেব। নিহত শাহীন শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার আনোয়ার হোসেনের (দানেজ শেখ) ছেলে। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ সুত্রে জানাযায়, রায়পুর রেলওয়ে ষ্টেশন এলাকায় ইয়াবার একটি বড় চালান আসতে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

 

এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ করে গুলি ছুড়ে। আতœরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ী শাহীন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের ডিউটিরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের ডিউটিরত চিকিৎসক ডাঃ ফয়সাল আহমেদ জানান, নিহত শাহীনের মাথার পিছনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। আহত তিন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, নিহত শাহীন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × two =