Site icon Aparadh Bichitra

পাহাড় ধসে ১০জনের মৃত্যু

রাঙামাটির নানিয়ারচরে পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। উপজেলার হাতিমারায় পাহাড় ধসে চাপা পড়া আরো দুইজনের লাশ উদ্ধারের পর নিহতের এই সংখ্যা দাঁড়ায়। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোয়ালিটি চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। কোয়ালিটি চাকমা জানিয়েছেন, উপজেলার বড়পুল পাড়ায় দুই পরিবারের চারজন, ধর্মচরন কার্বারি পাড়ায় একই পরিবারের চারজন মারা গেছে।

এ ছাড়া হাতিমারা এলাকায় চাপা পড়া দুইজনের লাশ উদ্ধার করা রয়েছে। টানা বৃষ্টির কারণে পাহাড় ধসে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি। নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লা আল মামুন এবং নানিয়ারচর থানার ওসি আব্দুল লতিফ পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করলেও কতজন মারা গেছে- তা নিশ্চিত করতে পারেননি। রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, ‘পাহাড় ধসের কারণে সড়ক যোগাযোগ স্বাভাবিক না থাকায় ইউএনও কিংবা ওসি ওই এলাকাগুলোতে এখনো পৌঁছাতে পারেননি। তাই নিশ্চিত করে ঠিক কতজন নিহত বা নিখোঁজ রয়েছেন তা জানাতে সময় লাগছে।’