রাইভেট বাণিজ্য বন্ধে ব্যবস্থা নিন

0
541

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ও আইনকে উপেক্ষা করে ধলাদিয়া উচ্চ বিদ্যালয়, ধলাদিয়া, রাজাবাড়ী, শ্রীপুর,গাজীপুর স্কুলের শিক্ষকরা প্রাভেট বাণিজ্যে মেতে উঠেছে। যে যার মতো বাসাবাড়িতে স্কুলের পাশ্বে রুম ভাড়া নিয়ে চেয়ার-টেবিল সাজিয়ে দোকানের মতো খুলে বসছে। ব্যাঙের ছাতার মত গড়ে উঠা প্রাইভেট সেন্টার গুলোতে যারা পড়বে না তার ঠিকমত স্কুলে ন্যায্য নাম্বার থেকেও বঞ্চিত হয় এবং শিকার হয় বিভিন্ন শাররীক ও মানসিক নির্যাতনের। আর ক্লাসে শিক্ষকদের নজর থাকে শুধু তাদের কাছে প্রাইভেট পড়ুয়া ছাত্রদের দিকে বাকিরা যেন তাদের চক্ষুশূল।

অধিক উপার্জনের জন্য শ্রেণির শিক্ষক প্রাইভেটে তার শক্তি ও সময় ব্যয় করছেন। ফলে উপেক্ষিত হচ্ছে শ্রেণিকক্ষের শিক্ষাদান। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার এ অনৈতিক কৌশল এর ফাঁদে পরে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের কথা না ভেবে প্রাইভেট সেন্টারের মুখাপেক্ষী হয়ে পড়ছে।

তাই সবিনয় বিনিত নিবেদন, শিক্ষাপ্রতিষ্ঠানটি নজরদারীর আওতায় এনে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করতে সংশ্লিষ্ট কতৃপক্ষ মহাদয়ের হস্তক্ষেপ কামনা করছি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × four =