রাজশাহীর বাঘা উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

0
792

ইঞ্জিনিয়ার আখতার রহমানঃ ৫ জুন জাতীয় বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো। এই বিশ্ব পরিবেশ দিবসটি রাজশাহীর বাঘা উপজেলার ঝিনা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাকজমকের সঙ্গে পালন করল রাজশাহী জেলা কমিটি ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সাধারন সম্পাদক মোঃ জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় লোকজন।
আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ দূষণের হাত থেকে এ বিশ্বকে বাঁচানোর অঙ্গীকার
নিয়ে প্রতি বছর ৫ জুন দিবসটি পালিত হয়ে আসছে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’। ১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতি বছর সারা বিশ্বেও ১০০টিরও বেশি দেশে পরিবেশ দিবস পালন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ জীব বৈচিত্র রক্ষার লড়াকু সংগঠন সেভ দ্যা নেচার অব দ্যা বাংলাদেশ, রাজশাহী জেলা শাখা কতৃক আয়োজিত রাজশাহী জেলা শাখার সভাপতি মোঃ শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক, সারোয়ার হোসেন বাবু। রাজশাহী জেলা যুবলীগের সদস্য মোঃ জুয়েল ইসলাম, রাজশাহী জেলা ছাত্রলীগের সদস্য ফারুক হোসেন, আড়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আসরাফুল ইসলাম হাইডোজ, প্রমুখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

7 − 2 =