Site icon Aparadh Bichitra

অবৈধ কাজে বাধা দেই এটাই আমার বড় অপরাধ …আব্দুল আজীজ

এম.পি.চৌধুরীঃ আব্দুল আজীজ পিতা আব্দুল কাদের এক ভাই ২ বোন ছেলেবেলা হতে সংগ্রামের সাথে তিল তিল করে রাজধানী খিলগাঁও থানাধীন ১নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হিসেবে আমানাউল্লাহ সুপার মার্কেটে মা বাবা-বোনসহ স্ত্রী ও পুত্র স্বজনদের সাথে নিয়ে বসবাস করে আসছে (৩৮) বছরের আব্দুল আজীজ এক সময় নানা পত্র পত্রিকার অফিসে চাকুরী করতেন, সেই সুবাদে সাংবাদিকতার উপর পাশাপাশি সমাজ সেবা করার লক্ষ্যে রাজনীতি যথা বাংলাদেশ আওয়ামী যুব লীগের একজন সংগ্রামী বিল্পবী নেতা হিসেবে নিজেকে ধরে রাখতে সক্ষম হয়েছেন, অথচ আজীজ জানতেন না দেশ বা সমাজসেবা করতে গেলে মানুষের তথা অস্ত্রবাজ, চাদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু সহ অবৈধ লোকদের চোখে শত্রু হতে হয়। আজীজ বলেন আমি বহু নেতাদের সাহায্যে করে থাকি কারন আমি একদিন অসহায় ছিলাম, আমি লেখাপড়া বেশি করতে পারিনী কিন্তু সকলকে লেখাপড়া করতে সাহায্যে কার সন্ত্রাস, মাদক ও নারী ব্যবসায়ীদের ঘৃনা করি তাই আমার কাছে এমন তথ্য বলেই আমি র‌্যাব এস বি ডিবি পুলিশ সহ নানা সকল প্রশাষনিক কমৃকর্তাদের সহযোগীতা নিয়ে ঐ দুষ্ট লোক দেও সমাজ হতে উৎখাত করার সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাই।

অথচ আজ উক্ত কতিপয় কিছু মুখোশধারী ব্যক্তিরা আমার নামে আজেবাজে কথা ছড়ায়, পোষ্টার বানান, টাকা দিয়ে লোক সংগ্রহ করে মিছিল করে আমার উপর হামলা করে আমার পরিবারকে হুমকি দেয়, মিথ্যা নানা অনৈতিক মামলা জিডি করে আমার দীর্ঘদিনের মান-সম্মানকে নিয়া খেলা করছে, বলুন এটাই কি আমাদের স্বাধীন তার নাম? যার যা ইচ্ছা করবে আর কেউ বাধা দিলে তাকেই প্রানে মারা যাবে, আক্রমন হবে তা না হলে নানা মিথ্যা মামলায় সব ধংস্ব করে প্রাণ শেষ করবে কোনটা। আমি সাংবাদিকদের কাছে মিনতি করে বলতে চাই সাংবাদিক যদি জাতির বিবেক বা আয়না হয়ে থাকে তাহলে কেন আজ তাদের কলামে জোড় নেই, নাকি টাকার কাছে কলাম ও বিবেক বিক্রি হয়ে আয়না ভেঙ্গে গেছে? এইটার সঠিক জবাব আজ সমগ্র দেশবাসীর কাছে রইল। আমি আওয়ামী লীগ ভালবাসি তাই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ১টি কথাই বলব যদি সঠিক বিচার আপনার আদালতে না হয় তাহলে ভেবে নেব, সৎ ও যোগ্য ব্যাক্তির মূল্য নেই, যার অস্ত্র ও টাকা আছে নানা অবৈধ ব্যবসা আছে তারাই সমাজের গন্যমান্য সনামধন্য ব্যক্তি, আমরা বাংলাদেশের গনতান্ত্রিক ভাবে মূল্যহীন হয়ে বেচে আছি, আমাদের পাশে কেউ নেই আল্লাহ ছাড়া। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।