Site icon Aparadh Bichitra

মাদক, ভূমিদস্যুদের উচ্ছেদ করতে আমি বদ্ধ পরিকর ..বশির মাইশান দুঃখু

এম.পি.চৌধুরীঃ
১৭ নং ওয়ার্ড ভাটারা থানার এবং কুড়িল, কুড়াতলী, কাজী বাড়ি এলাকায় জনপ্রিয় আওয়ামী লীগের ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক রাজপথের লড়াকু ও অত্যাচারের তীব্র প্রতিবাদকারী, সদা হাস্যজ্বল নেতা, জনদরদী, ১৭ নং ওয়ার্ডের নয়নমানি, উত্তরের আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ রহমত উল্লাহর অতি স্নেহশীল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ওআদর্শের গড়া মহামানব, বশির মাইশান দুুখু একান্ত সাক্ষাতকারে বলেন, আমি ছেলে বেলা হতেই বঙ্গবন্ধুর রাজনীতিকে ভালোবাসি তার আদর্শ কে অনুসরন করি, সামাজিক বিচার করি, অন্যায়কে প্রশ্রয় দেইনি, অসহায়দেরকে সাহায্য করার চেষ্টা করি, এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ, সুয়ারেজ সহ গ্যাস, বিদুৎ অন্যান্য যাবতীয় যত ছোট-খাট সমস্যা আছে তার সমাধাণ করার চেষ্টা করি, এলাকায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদী, চাাঁদাবাজ, ভূমিদস্যুদের উচ্ছেদ করতে আমি বদ্ধ পরিকর, আমি অর্থ চাই না আমি চাই শান্তি, আমি আমার প্রিয় কিছু ভাইদের নিয়ে সামাজিক উন্নয়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদের মধ্যে অন্যতম হলো সভাপতি ইসহাক ভাই, হাজী মোঃ লাইজুদ্দিন ১৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি, হাজী বশির আজাদ সাধারণ সম্পাদক ১৭ নং ওয়ার্ড যুবলীগ, তাদের সাহায্যে ও সহযোগতায় আজ আমি ১৭ নং ওয়ার্ডকে কুলশীত হতে পারি ১ টি পূর্নাঙ্গ ডিজিটাল ওয়ার্ড ও থানা গঠন করতে সক্ষম হয়েছি,

 

তবে কিছু কিছু অসাধূ মাদক ব্যবসায়ী ও প্রশাসনের নামধারী সোর্সদের বিচরন বন্ধ করা সম্ভব হচ্ছে না, একমাত্র প্রশাসনই পারে এর সঠিক ব্যবস্থা গ্রহন করতে, কিন্তু ভাটারা ও খিলক্ষেত থানার কিছু লোভী প্রশাসনিক কর্মকর্তা যোগসাজসে মাদক ব্যবসা চালাচ্ছে বলে আমার নিকট অভিযোগ আসছে। দেশের একটি অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যারা মাদক, নারী ও শিশু পাচারকারী, জঙ্গীবাদী তাদের ছাড় দেয়া যাবে না, সে যেই হোক না কেন ? বশির মাইশান দু:খ বলেন, সকল দিক হতে সকল বিষয়ে, সকল সামাজিক উন্নয়নে আমরা ইসহাক ভাইকে পাশে পাই এবং ্আগামীতে পাবো। লাইজুদ্দিন ভাই ও বশির আজাদ ভাইয়ের জন্য আজ এলাকা অনেক ভাল অবস্থানে আছে, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, ও নারী ব্যবসা বন্ধ হতে চলেছে। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করবেন বলে আমি বিনম্র অনুরোধ করছি সর্বস্তরের মানুষের কাছে। প্রধানমন্ত্রীকে ধণ্যবাদ কারণ বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে। আগামীতে আরও অনেক কিছু আশা করা যাচ্ছে। যদি জনগণ আমাদের পাশে থাকে।