রূপসায় ভিজিএফ চাউল বিতরণ কার্যক্রমে ব্যাপক অনিয়মের অভিযোগ

0
553

রূপসা প্রতিনিধি : খুলনার রূপসায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সারা দেশের ন্যায় দিনব্যাপি ভিজিএফ চাউল বিতরন কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৩ই জুন) সকাল ৯ টা থেকে এ কার্যক্রম শুরু করা হয়। দিনব্যাপী টিএসবি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ২,৮৭১ জন ভিজিএফ কার্ডধারী প্রত্যেককে ১০ কেজি চাউল বিতরণ করার কথা থাকলেও এর ভেতরে হয়েছে শুভংকরের ফাকি। ভুক্তভোগীরা জানায় নিয়মনীতির তোয়াক্কা না করে বালতিতে করে চাউল বিতরণ করা হয়েছে। জানা যায় ১০ কেজি চাউলের জায়গায় ফিরোজ মীর ৭ কেজি, আশিক ৮ কেজি, গোপাল ৮ কেজি, সুবোধ ৮ কেজি, বলবাম ৮.৫ কেজি, জয়ন্ত ৭.৮ কেজি, বাবলু ৭ কেজি করে চাল পেয়েছে।

 

তারা অভিযোগ করে বলেন আমাদের মতো অন্য জায়গা থেকে আসা লোকেরাও চাউল কম পেয়েছে। ভুক্তভোগীরা বিষয়টি উধ্বতর কর্মকর্তাদের জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ট্যাগ অফিসারবৃন্দ ঘটনা স্থলে ছুটে আসার পরে কর্তৃপক্ষ সঠিকমাপে চাউল বিতরন করতে থাকে। তারা যখন ঐ স্থান ত্যাগ করে চলে যায় তখন তারা পুনরায় চাউল কম দিতে থাকে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইলিয়াছুর রহমান বলেন অভিযোগ শোনার পর সাথে সাথে আমি ঘটনাস্থলে ছুটে যায় এবং জনগনকে দেওয়া ৯ থেকে ৯.৫ কেজি করে ৭ বস্তা বিক্রিকৃত চাউল মেসার্স আমিনুল এন্টার প্রাইজ কাছ থেকে জব্দ করে তা জনগণের মধ্যে বিতরণ করি এবং উক্ত প্রতিষ্ঠানকে সরকারি চাউল কেনার অপরাধে ২০০ টাকা জরিমানা করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

13 − 4 =