`চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে”দেশব্যাপী চলছে সাড়াঁশী অভিযান

0
1025

তাসমিয়া জেসমিনঃ
মাদকের হাত থেকে দেশবাসী তথা দেশের ভবিয্যতকে রক্ষা করতে চলছে দেশব্যাপী সাঁড়াশী অভিযান। এই অভিযানের ধাঁরাবাহিকতায় রাজধানীর পল্টনে মহানগর নাট্যমঞ্চ স্টেডিয়াম, খিঁলগাও থানার সিপাহীবাগ, গোড়ান, মুগদা থানার মান্ডা, মানিকনগর, মুগদা, মতিঝিল থানার দক্ষিণ কমলাপুর বটতলায় ২ জন মহিলাসহ মোট ৫৯ জন। মাদক ব্যবসায়ী ১৬ জন ও মাদকসেবী ৪৩ জন আসামী আটক করা হয় তার মধ্যে পল্টনে ২৫ জন, খিঁলগাও ১২ জন, মুগদা ১১ জন এবং মতিঝিল থানায় ১১ জন ৪৬২ পিস ইয়াবা ও প্রায় ৪ কেজি গাঁজা আটক করা হয়েছে। ডিএমপি ডিসি হেড কোয়াটার আসরাফুজ্জামান, ডিসি মতিঝিল আনোয়ার,

এডিসি মোনালিসা ওসি মুগদা, মতিঝিল, পল্টন, খিলগাও, ডিবি, এসবি এবং তাদের বিশাল সদস্য টিম নিয়ে বিভিন্ন গণমাধ্যম কর্মী টিভি চ্যানেলের উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন । যুগ্ম কমিশনার আসরাফুজ্জামান মিডিয়াকে বলেন-দেশ থেকে মাদক দূর করার জন্য তারা কঠিন অভিযান অব্যাহত রাখবেন এবং মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের আইনের আওতায় এনে যথাযত শাস্তির ব্যবস্থা করবেন। আর ড্যান্ডি সেবী ও ব্যবসায়ীদের প্রতিরোধ করতে পরিবারকে মূল ভূমিকা পালন করতে হবে এবং তাদের মোটিফেশন করে বিভিন্ন এনজিও গুলোর মাধ্যমে সহায়ক চিকিৎসার ব্যবস্থা করে প্রতিরোধ করতে হবে। এলাকার মানুষের অভিযোগ এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেবী অনেক কমে গেছে কিন্তু চিহ্নিত গডফাদাররা এখনও ধরা ছোঁয়ার বাহিরে। তবে এভাবে পুলিশের মাদক বিরোধী সাঁড়াশী অভিযান অব্যাহত থাকলে এলাকা মাদক মুক্ত পরিচ্ছন্ন সুস্থ বসবাস যগ্যে হবে বলে জানান। তারা তাদের নিরাপত্তা ও সুস্থ পরিবেশের জন্য এলাকা মাদক মুক্ত চায়।

 

 

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 − 2 =