বাঘায় চলাচলের রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারিসহ আহত-৮

0
569

মোঃ আখতার রহমান ঃ রাজশাহীর বাঘায় চলাচলের রাস্তা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। এতে আহত হয়েছে উভয় পক্ষের ৮ জন। এর মধ্যে গুরুতর আহত হয়েছে শের আলী, তার বাবা আলতাফ হোসেন, স্ত্রী আজমিরা ও ছেলে সুমন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘা হাসপাতালে ভর্তি করে। সুমন ও আজমিরার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন বাঘা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতিক মাহমুদ। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরা হলেন-আকরাম,তার স্ত্রী রাবিয়া, দুই ছেলে সাহাবুল ও রাকিব। শুক্রবার (২২-৬-১৮) উপজেলার আলাইপুর গাবতলি পাড়ায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে শের আলম বাদি হয়ে প্রতিপক্ষ আকরাম, তার স্ত্রী রাবিয়া, দুই ছেলে শাহাবুল, রাকিব ও শহিদুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। স্থানীয়রা জানান, চলাচলের রাস্তা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে লাঠি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শের আলী জানান, বিবাদিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির আঙ্গিনায় এসে গালিগালাজ করে। তাদের নিষেধ করলে,প্রতিপক্ষ রাকিব ও শাহাবুল ধারালো হাসুয়া দিয়ে তার মাথায় ও ছেলে সুমনকে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। তারা মাটিতে পড়ে গেলে তাদের বাঁচানোর জন্য আগায়ে যায়,বাবা আলতাফ ও স্ত্রী আজমিরা। এসয় অন্যান্যরা তাদেরকেও কুপিয়ে জখম করে। স্থানীয় ডাবলু ও সালাম তাদের উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করে। অভিযুক্ত শাহিদুল ইসলাম বলেন, আমি এর মধ্যে জড়িত নই। চলাচলের যে রাস্তা নিয়ে তাদের গোলযোগ, আত্বীয় হিসেবে তা মিমাংসার জন্য চেষ্টা করেছি। তবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন তিনি। বাঘা থানা অফিসার ইন চার্জ (ওসি) রেজাউল হাসান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

13 + 8 =