এটুএইচ প্রজেক্ট কিশোরী জীবন দক্ষতা সেশন পরিদর্শন

0
675

গতকাল মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের বাতাসন দূর্গাপুর বনানী গ্রামে ইউএসএইড-এ্যাডভান্সিং এ্যডলোসেন্ট হেলথ প্রকল্পের কিশোর/কিশোরী জীবন দক্ষতা সেশন পরিদর্শন করেন রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ আবু মোঃ জিকরুল ইসলাম। প্রকল্পটি বাস্তবায়ন করছে ইকো সোসাল ডেভেলপমেস্ট অরগানাইজেশন (ইএসডিও) এবং কারিগরী সহায়তা করছে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হিরম্ব কুমার রায়, টেকনিক্যাল কো-অর্ডিনেটর ইএসডিও মিঠাপুকুর, রংপুর সুবাস কুজুর, মিঠাপুকুর উপজেলা ইএসডিও এর টেকনিক্যাল কো-অর্ডিনেটর মোঃ লৎফর রহমান, এডাব রংপুর জেলা সদস্য সচিব মোঃ আহ্সান হাবীব রবু।

কিশোর কিশোরী সেশনে সিভিল সার্জন কর্মকর্তা বলেন জীবন দক্ষতা উন্নয়নের মাধ্যমে তোমরা নিজেকে দক্ষ করে গড়ে তুলবে, গ্রামে গ্রামে, ইউনিয়নে কিশোরী ক্লাব গঠন করে সরকারী বেসরকারী সহযোগীতায় বাল্য বিবাহ কমিয়ে আনবে, যা শিশু ও মাতৃমৃত্যুর হার কমিয়ে দেশকে উন্নত পর্যায়ে নিয়ে যাবে। পরে তিনি কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ পরিদর্শন করেন। তিনি বলেন এই প্রজেক্টটি যাদের নিয়ে কাজ করছে তারাই তো আগামী দিনের ভবিষ্যৎ। কাজেই সুষ্ঠ ও সুন্দর কাজ সম্পাদনের তিনি তাগিদ প্রদান করেন। কিশোর কিশোরীরা সিভিল সার্র্জন কর্মকর্তাকে নিজেদের মাঝে পেয়ে দারুন খুশি হন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

14 + four =