লক্ষ্মীপুর-ঢাকা লঞ্চ চালুর দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি

0
582

লক্ষ্মীপুর প্রতিনিধি:
ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিস চালুর দাবীতে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে মানববন্ধন করেছেন বিভিন্ন পেশাজীবী মানুষ। মঙ্গলবার (১৯ জুন) সকালে ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ চাই পরিষদের উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে পরিষদের আহবায়ক সুপ্রীম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পলোয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, অ্যাডভোকেট সৈয়দ শামছুল ইসলাম, লক্ষ্মীপুর নৌ-বন্ধর চাই আন্দোলনের আহবায়ক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা সভাপতি মাহবুবুর রশিদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা রুহুল আমিন মাষ্টার, জেলা কৃষক লীগের আহবায়ক হিজবুল বাহার রানা প্রমুখ।

বক্তারা বলেন, পাশের জেলা চাঁদপুরে লঞ্চ সার্ভিস থাকলেও লক্ষ্মীপুর টু ঢাকা কোন লঞ্চ সার্ভিস নেই। সম্প্রতি বর্তমান সরকার জেলার প্রায় ২০ লাখ মানুষের সহজ যাতায়াতের জন্য মেঘনা উপকূলীয় এ অঞ্চলে লঞ্চ সার্ভিস চালুর ঘোষনা দেন। কিন্তু অদৃশ্য শক্তির কারণে তা বাস্তবায়ন হচ্ছেনা। ফলে জেলাবাসী লঞ্চ সুবিধা বঞ্চিত হচ্ছে। অনতিবিলম্বে উন্নয়নের নেত্রী প্রধানমন্ত্রীর কাছে লঞ্চ চালুর দাবী জানান বক্তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দেওয়া
হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × five =