দশমিনায় সরকারি গাছ চুরি অভিযোগ বিট অফিসারকে লিগ্যাল নোটিশ

0
860
ফয়েজ আহমেদ‍ঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানী-বাঁশবাড়ীয়া রাস্তার সরকারি সৃষ্ট সামাজিক বনায়নের গাছ চুরির ঘটনায় দশমিনায় বিট কর্মকর্তাকে কেন  আপনার বিরুদ্ধ নিয়মিত মামলা রুজু করা হইবেনা মর্মে, কারণ দর্শানোর জন্য সুফলভোগীর পক্ষে লিগ্যাল নোটিশ প্রদাদ করেছেন, অ্যাড,একেএম এনামুল হক রতন । জানা যায়, বনবিভাগ পটুয়াখালী অঞ্চলের দশমিনা রেঞ্জ অফিসের আওতাধীন বাঁশবাড়ীয়া লঞ্চঘাট বেড়িবাঁধ হইতে গছানী বাজার হইয়া পশ্চিম দিকে বটতলা পর্যন্ত ১৯৯৬-৯৭ অর্থবছরে সৃষ্ট সামাজিক বনায়নেরর লক্ষ্যে এবাগান সৃজন করেন। চলতি ববছর বিদ্যুৎ লাইন নির্মানের অজুহাতে সংশ্লিষ্ট দপ্তর অনুমতিক্রমে ডাল কর্তন করে।
ওই সুযোগে বিট অফিসার গোলাম মোস্তফা অবৈধ ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে তৎসহ একটি আকাশমনি ও একটি রেইন্ট্রি গাছ সমূলে কর্তন করে স্থানীয় অাপ্তেরের স্বমিলে মজুদ করে। এ ঘটনায় সুফলভোগীরা থানা পুলিশের সহযোগীতায় উক্ত গাছ আটক করে । সুফলভোগীদের পক্ষে মোঃ আনিসুর রহমান লভ্যাংশের দাবীতে বিট অফিসার মোঃ গোলাম মোস্ততফাকে তার আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রদান করেন, গত ২৪ জুন তারিখে। আনিসুর রহমানের আইনজীবী এ্যাডভোকেট এ,কে,এম এনামুল হক বলেন, ৭ দিনের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে বিট অফিসার ও সংশ্লিষ্ঠদের বিরুদ্ধে নিয়মিত মোকদ্দমা রুজু করা হইবে।
Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × 1 =