রাজশাহীর বাঘায় দুই শিক্ষার্থী ভুয়া স্বামী স্ত্রী পরিচয়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

0
755

ইঞ্জিনিয়ার আখতার রহমান‍ঃ
স্বামী-স্ত্রী পরিচয়ে রাজশাহী থেকে বাঘায় এসে এক বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন, কলেজ পড়–য়া এক ছাত্র শাওন হোসেন ও দশম শ্রেণীতে পড়–য়া এক ছাত্রী সুমাইয়া আক্তার । মিডিয়া কর্মীদের মাধ্যমে এখবর পেয়ে ওই বাড়িতে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা। এসময় তারা বৈধ বিবাহ বন্ধনের কোন কাগজ পত্র দেখাতে পারেনি। পরে বাড়ির মালিক মহির মিস্ত্রিকে না পেয়ে তার স্ত্রী শরিফা সহ ছাত্রী সুমাইয়া ও ছাত্র শাওনকে নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে তাদের অভিভাবককে খবর দেন বপিজেলা নির্বাহী অফিসার। তাদের অভিভাবকরা আসার পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ জনের প্রত্যেককে ২’শত টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ডের রায় প্রদান করেন। মঙ্গলবার (০৩/০৭/১৮) বিকেল সাড়ে ৫টায় এ রায় প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা।

জরিমানার টাকা পরিশোধ করে তাদের অভিভাবকরা নিজ নিজ জিম্মায় নিয়ে যায়। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
সুত্রে জানা.যায়. গত মাসের ২০ তারিখে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে প্রতিমাসে ১ হাজার টাকা চুক্তিতে উপজেলার গাওপাড়া গ্রামের মহির মিস্ত্রির বাড়ির এক রুম ভাড়া নেয় শাওন-সুমাইয়া। রাজশাহীর মেহেরচন্ডি এলাকার বাসিন্দা আলা উদ্দীনের ছেলে শাওন রাজশাহী বিশ^বিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ও একই গ্রামের প্রতিবেশী আব্দুস সালামের মেয়ে সুমাইয়া জেলার খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

17 − 7 =