আমরা কি খাচ্চি ফরমালিন ভেজাল ছেয়ে গেছে রূপদিয়া

0
502

জি এম জিমানুর রহমান মিজানঃ সরকার কর্তৃক ভেজাল অভিযান হিমাগারে প্রতি বছরে ১/২ দিন ভ্রাম্যমান আদালত ও ভেজাল অভিযান চালায়। কিছু টাকা জরিমানা করে দোকানদারদে ছেড়ে দেয়। ভেজাল বিক্রেতা রাঘোব বোয়ালরা থেকে যায় ধরা ছোয়ার বাইরে। সূত্রেজানা যায় যশোর জেলার শীর্ষে রয়েছে সদর উপজেলা রূপদিয়া বাজার।

এই বাজারে তিনটি ইউনিয়নের মানুষ বাজার করতে আসে। অনেকের তরিতরকারি, ফলমূল, বিচিকিনি করিতে আসে। সপ্তাহে দুটি হাট হয় এখানে সোমবার ও শুক্রবার। এখানকার ফলমূল ক্রয় করে মোনাফালোভী ব্যবসায়ীরা তারাতরি পাকাতে ফরমালিন দিয়ে পাকিয়ে বিক্রয় করছে। যেমন- আম, কাঁঠাল, পেপে, বেল, ছবেদা। বাজারে ৬টি মিষ্টির দোকান রয়েছে। এসব মিষ্টির দোকানের পরিবেশ অস্থাস্থ্যকর ও ঝুকিপূর্ন, নোংরা ও ভেজালযুক্ত। মিষ্টিতে উড়ছে মাছি। বাজারে ঔষধ ফার্মেসী রয়েছে ১৩টি। প্রতিটি ফার্মেসীতে রয়েছে ভেজাল ও নি¤œমানের নিশাদ্রব্য ঔষধ। রোগীর প্রেসপিকশনে লেখা ঔসধ না দিয়ে নি¤œমানের কোম্পানীর ঔষধ দিয়ে বিভিন্নভাবে বোঝায় দেয়। গত ২০১৭ ইং সালে সরকার কর্তৃক ৫৩টি ঔষধ তৈরি করা কোম্পানীর নিষিদ্্যধ করে দেয় । এ সকল কোম্পানীর সেলস্ম্যানরা ব্যাগে করে ঔষধ এনে বিভিন্ন ফার্মেসীতে ছাপ্লাই করে। এইসব ঔষধ খেয়ে রোগীর রোগ সারা তো দুরের কথা আরও জটিল আকার ধারন করছে। এলাকার সচেতন মহল এসব ভেজালের হাত থেকে বাঁচার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

11 + nineteen =