দু’মাসে আহত দেড় শতাধিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

8
756

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর হতে মেঘনা পর্যন্ত সংস্কারের নামে অপরিকল্পিত ভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি ও কর্তৃপক্ষের খামখেয়ালিতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এ দুর্ঘটনার কবলে পড়েছেন সাংবাদিক, পুলিশসহ বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ। গত দুই মাসে আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল আরোহী

আহতদের মধ্যে অনেকেই পঙ্গুত্ব জীবন যাপন করছে। অনেকেই এখনো পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন। ঈদের পর নতুন করে আবারও রাস্তা খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখেন কর্তৃপক্ষ। এর ফলে রাস্তার কাটা স্থানে পিছলে বুধবার দুপুরে সোনারগাঁও  পিরোজপুর এলাকায় শাওন (৪০) নামের এক মোটরাসাইকেল আরোহী গুরুতর আহত হন। সড়ক ও জনপথ কর্তৃপক্ষের মনগড়া অপরিকল্পিতভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাস্তা কেটে ফেলে রাখার কারণে মোটরসাইকেল দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সূত্রমতে, খানাখন্দ হয়ে পড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর হতে মেঘনা পর্যন্ত রাস্তা পুনরায় সংস্কারের কাজ হাতে নিয়েছেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। রমজান মাসের আগ থেকে রাস্তা সংস্কারের কাজ চলছিল। সংস্কার করতে রাস্তা  মাঝে মাঝে মেশিনে কেটে নিচ্ছেন। এ কাটা স্থানগুলোতে চলাচলরত মোটরসাইকেল পিছলে দুর্ঘটনার কবলে পড়ে বহু আরোহী হতাহতের ঘটনা ঘটেছে। রমজান মাসে মহাসড়কের সোনারগাঁ উপজেলার টিপরদী এলাকায় কাটা স্থানে মোটরসাইকেল পিছলে পড়ে গেলে দ্রুতগামী ট্রাকের চাপা পড়ে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউপির মুক্তিশপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে সৌদি প্রবাসী মাসুম রতন ঘটনাস্থলে মারা যায়। একই কায়দায় মোগরাপাড়া এলাকার আল আমিন মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়ে তার এক পা ভেঙ্গে এক মাস ধরে পঙ্গুত্ব জীবন যাপন করছেন। রমজান মাসে একই উপজেলার সাদিপুর এলাকায় কাটা স্থানে মোটরসাইকেল পিছলে এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। দড়িকান্দি এলাকায় রাব্বি, নুর আলম ও জনি নামের আরো ৩ মোটরসাইকেল আরোহী আহত হন। এ কারণে আহত হয়েছে বন্দরের কেওঢালা এলাকার সাংবাদিক আক্তার হোসেন, নুর মোহাম্মদ সুজন ও ওমর ফারুক। ঈদুল ফিতর উলক্ষে সরকার ঘোষিত মহাসড়কের সংস্কার কাজ বন্ধ রাখেন কর্তৃপক্ষ। ঈদের পর পুনরায় আবারো রাস্তা কাটাকাটি শুরু করে। অপরিকল্পিত ভাবে রাস্তা কেটে ফেলে রাখার কারণে মোটরসাইকেল আরোহীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন প্রতিনিয়ত। সড়ক জনপথ বিভাগের উদাসনীতা ও খামখেয়ালিতে রাস্তা কেটে সঙ্গে সঙ্গে ভরে না রাখার ফলে এ ধরনের দুর্ঘটনায় পড়ছেন মোটরসাইকেল আরোহীরা। রাস্তা কেটে ফেলে রেখেছে বলে   বুধবার বিকালে রাজধানীর মগবাজার এলাকার শাওন নামের এক ব্যক্তি কুমিল্লায় নানার জানাজা শেষে ঢাকা ফেরার পথে মহাসড়কের পিরোজপুর এলাকায় কাটা স্থানে মোটরসাইকেল পিছলে পড়ে গুরুতর আহত হন। এ ব্যাপারে সড়ক ও জনপথ নারায়ণগঞ্জ বিভাগের নির্বাহী  প্রকৌশলী আলিউর হোসাইন জানান, রাস্তা কেটে ফেলে রাখার কারণে দুর্ঘটনা ঘটেছে। এ রকম খবর এখনো পাইনি। তবে এখন থেকে রাস্তা কাটার সঙ্গে সঙ্গে ভরে দেয়ার চেষ্টা করবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × four =