অর্থ লুটপাট বন্ধে ব্যবস্থা হচ্ছে সমবায় খাতের

0
658
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়ন আয়োজিত ৯৬তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা সমবায় উন্নয়ন খাতের (সিডিএফ) অর্থ ব্যবহার করে জনপ্রতিনিধি, সমবায়ী নেতা বা সংশ্নিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের নামে অর্থ লুটপাট বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, সমবায় উন্নয়ন খাতের অর্থ একমাত্র তৃণমূল সমবায়ীদের আর্থ-সামাজিক উন্নয়নের কাজে লাগানো হবে।রাজধানীর বিজয়নগরে হোটেল-৭১ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়ন আয়োজিত ৯৬তম আন্তর্জাতিক সমবায় দিবস ২০১৮ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘টেকসই পণ্য উৎপাদন, ব্যবহার ও সেবা প্রদান’। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আন্তর্জাতিক সমবায় দিবসের অনুষ্ঠানমালা উদ্বোধন করেন মসিউর রহমান রাঙ্গা। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী রাঙ্গা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে সমবায়ীদের ভূসম্পত্তি দখলবাজদের কাছ থেকে উদ্ধার করে সমবায়ীদের কল্যাণে সমবায় ভবন নির্মাণ করা হচ্ছে। এসব কাজে যেসব কর্মকর্তা বা সমবায়ী নেতা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি শেখ নাদির হোসেন নিপুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় সমবায়ের অতিরিক্ত নিবন্ধক আহসান কবির, বাংলাদেশ সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও ইউনিয়নের সাধারণ সম্পাদক, সমবায় নেতা মুহাম্মদ আবুল কাশেম প্রমুখ বক্তৃতা করেন।
Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 + 11 =