দশমিনায় বাল্যবিবাহ প্রতিরোধে এক দিনের প্রশিক্ষন

0
551
দশমিনা প্রতিনিধিঃ পটুয়াখালীর দশমিনা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে বাল্যবিবাহ প্রতিরোধে একদিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। সদ্য যোহদানকৃক দশমিনা উপজেলা নির্বাহী অফসার শুভ্রা বিশ্বাসের  সভাপতিত্বে বিশেষ অতিথিরা ছিলেন এবং বক্ততব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল  মোঃ খকরুজ্জামান বাদল, মহিলা ভাইসচেয়ারম্যান ডাঃ সামছুন্নাহার খান ডলি, ওসি-২ তদন্ত, সুমন হালদার, দশমিনা ঈমাম সমিতির সভাপতি দশমিনা ফাজেল মাদ্রাসার অধ্যক্ষ মাও,একেএম মোসলেম উদ্দীন,উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল বাশার তালুকদার,প্রাথমিক শিক্ষা অফিসার মুঃ জাহীদ উদ্দিন,মহিলা বিষয়ক কর্মকর্তা, ইউপি টেয়ারম্যান রনগোপালদী এটিএম সিকদার নাসির উদ্দিন,চেয়ারম্যান বেতাগী সানকিপুর মোঃ মহীবুল আলম,চেয়ারম্যান বহরমপুর মোঃআনোয়ার হোসেন মৃধা,চেয়ারম্যান চরবোরহান মোঃ নাজির আহমেদ সরদার,সভাপতি রিপোর্টার্স ইউনিটি ফয়েজ আহমেদ,সভাপতি প্রেস ক্লাব রিপন কর্মকার।
অন্যান্য অংশগ্রহনকারীরা হলেন,বিভিন্ন মসজিদের ঈমাম,বিবাহ/ তালাক রেজিস্ট্রার/ কাজী,  ঘটক, পুরহীদ,ঠাকুর ও এনজিও প্রতিনিধি। যাহারা সরা সসরি একটি বিবাহের জন্য সম্পৃক্ত। তাই তাহাদের সকলের উদ্দ্যেশে সভার  সভাপতি শুভ্রা বিশ্বস বাল্যবিবাহের নানাবিধ কু-ফল সম্বলিত একটি পুর্নাঙ্গ উপস্থাপনা তুলে ধরে বলেন,আমাদের সম্মিলিত প্রচেস্টা ছাড়া কোন অবস্থাতেই সমাজের এই মরন ব্যাধী নির্মূল করা সম্ভব নয়। তাই আমরা আমাদের যার যার অবস্থান থেকে সমাজের নিবৃত্ত পল্লী পর্যন্ত এর নেতিবাচক দিক গুলো তুলে ধরতে হবে। যাহাতে আর কোন পরিবার ছেলে কিংবা মেয়েকে বিবাহের মত মরন ব্যাধীর দিকে ঠেলা দিতে না পাড়ে।
Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × four =