মোঃ আমির উদ্দিন পিপিএম আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ -এর পর্ষদীয় অডিট কমিটির চেয়ারম্যান হিসাবে পুনর্নির্বাচিত

0
714

মোঃ আমির উদ্দিন পিপিএম আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পর্ষদীয় অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। ২৪ মে, ২০১৮ বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালক পর্ষদের ৩২২তম সভায় সর্বসম্মতিক্রমে তিনি পরবর্তী ২ (দুই) বছরের জন্য পর্ষদীয় অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
পর্ষদীয় অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আমির উদ্দিন পিপিএম আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের একজন স্বতন্ত্র পরিচালক। তিনি ১৯৫৫ সালে টাঙ্গাইল জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

অর্থনীতি বিষয়ে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অজর্ন করে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং এডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ফাইন্যান্স, ডেভেলপমেন্ট অ্যান্ড লজিস্টিক্স) হিসেবে ২০১৬ সালে অবসর গ্রহণ করেন। বর্ণাঢ্য পেশাগত জীবনে তিনি কক্সবাজার, চাঁদপুর, ঠাকুরগাঁও ও পাবনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কমান্ড্যান্ট হিসেবে সিয়েরা লিওনে গমন করেন। পরবর্তীতে ডিআইজি হিসেবে তিনি বাংলাদেশ পুলিশের হাইওয়ে পুলিশ, ঢাকা রেঞ্জ, চট্টগ্রাম রেঞ্জ, এবং পুলিশ হেডকোয়ার্টার্স এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মোঃ আমির উদ্দিন পিপিএম দেশে ও বিদেশে বহু প্রশিক্ষণ ও কর্মশালায় অংগ্রহণ করেন। কর্মজীবনে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ভিয়েতনামসহ বহু দেশ ভ্রমণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বহু সেবামূলক সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 + nineteen =