নন-এমপিও শিক্ষকদের অনশণ ভাঙ্গালেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান

0
627

স্বীকৃতিপ্রাপ্ত ৫ হাজার ২৪২টি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি) এমপিওভুক্তির দাবিতে ১০ জুন থেকে ১৪ দিন অবস্থান, ১ দিন প্রতিকী অনশন, ১৭ দিন আমরণ অনশন শেষে আজ জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের আহবানে সাড়া দিয়ে অনশন ভঙ্গ করেছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ৮০ হাজার শিক্ষক-কর্মচারির প্রতিনিধিরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মাসাধিককাল অবস্থান করছিলেন। আজ ৩ টার সময় আমরণ অনশনস্থলে আসেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুুরী এবং সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি জিয়াউদ্দিন তারেক আলী।

জিয়াউদ্দীন তারেক আলী বলেন, আমরা আপনাদের সংগ্রামের পাশে আছি। আপনাদের দাবি বাস্তবায়িত হোক তা আমরাও চাই। ছাত্রছাত্রী ও অভিভাবকদের কথা চিন্তা করে আপনারা যেন প্রতিষ্ঠানে ফিরে যান। রাশেদা কে চৌধুরি বলেন, আপনারা যেভাবে কষ্ট করেছেন তা আমরা অনুধাবন করছি। আপনাদের কাছে আবেদন করছি শিক্ষার্থী এবং অভিভাবকদের কথা বিবেচনা করে শ্রেণী কক্ষে ফিরে যান। মহামান্য রাষ্ট্রপতির কাছে আপনারা আবেদন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সমস্যাটির বিষয়ে অবহিত হয়েছেন। আমরা আশা করি আপনাদের দাবি দাওয়া যথাযথভাবে মূল্যায়ন করে তা বাস্তবায়ন করা হবে। জাতির বাতিঘর আনিসুজ্জামান স্যার আপনাদের পাশে এসেছেন। আমি আশা করি আপনারা তার কথার গুরুত্ব দিবেন। জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের একজন সহকর্মি হিসাবে এখানে উপস্থিত হয়েছি। আপনাদের এই দীর্ঘ অনশনে বাংলাদেশের সকল মানুষ উদ্বিগ্ন। মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে যে বিবৃতি দিয়েছেন তাতে আমরা সমস্যা সমাধানের আশা আমি দেখতে পাই। আমি আশা করি আপনাদের দাবি দাওয়ার প্রেক্ষিতে শিক্ষামন্ত্রণালয় একটা উপায় বের করবে যাতে আপনাদের সমস্যার সমাধান হয়। আমি আপনাদের অনশন ভাঙার অনুরোধ করছি। সংগঠনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার অতিথিদের বক্তব্যের প্রতি শ্রদ্ধা রেখে এবং শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে অতিথিদের সক্রিয় ভূমিকা পালনের প্রত্যাশা করে অনশন কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। এরপর অতিথিবৃন্দ অনশনকারীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × 4 =