Site icon Aparadh Bichitra

না ফেরার দেশে চলে গেলেন বিএনপি নেতা বদরুজ্জামান খসরু

বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এবং আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি বদরুজ্জামান খান খসরু (৭৫) আর নেই। তিনি বুধবার বিকাল ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

তিনি ২ ছেলে, ১ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে আড়াইহাজার উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে গ্রামের বাড়ি আড়াইহাজারে তার মরদেহ সমাহিত করা হবে বলে জানিয়েছেন তার জ্যেষ্ঠ ছেলে মাহমুদুর রহমান সুমন। তিনি ২০০৮ সালে (নারায়ণগঞ্জ-২) আসনে জাতীয় নির্বাচনে বিএনপি প্রার্থী হিসাবে নির্বাচন করেছিলেন। দলের প্রবীণ এ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। তারা শোকগ্রস্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভাকাঙক্ষীদের সমবেদনা জানিয়েছেন। এছাড়া বদরুজ্জামান খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ দলীয় স্থানীয় এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ও সাবেক এমপি আলহাজ্ব আতাউর রহমান খান আঙ্গুর।