ড্রাগ সুপার ও অফিস সহকারী গ্রেপ্তার ফেনসিডিলসহ লালমনিরহাটে

0
920

লালমনিরহাটের ঔষধ তত্ত্বাবধায়ক কার্যালয়ের জেলা ড্রাগ সুপার মেহেদী আফজালকে (৩৩) ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একই কার্যালয়ের মাস্টার রোলের কর্মচারী অফিস সহকারী আতাউর রহমানকেও (৩৫) গ্রেপ্তার করা হয়। লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুটি এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, রাতে দুরাকুটি-ভেলাবাড়ী পাকা সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে দুরাকুটির দিকে আসার সময় সন্দেহ হলে পুলিশ ওই দুজনকে থামায়। টহল পুলিশের সদস্যরা তল্লাশি চালিয়ে মেহেদী আফজাল ও আতাউর রহমানের কাছ থেকে দুই বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেন এবং দুজনকে রাতেই লালমনিরহাট সদর থানায় নিয়ে আসেন। এই ঘটনায় পরে দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, ড্রাগ সুপার ও অফিস সহকারীকে ফেনসিডিলসহ আটকের ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় আলামতসহ তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এ বিষয়ে লালমনিরহাটের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, পুলিশ মাদকবিরোধী অভিযানে জিরো টলারেন্স অবস্থানে আছে। আটক ব্যক্তিদের পদবি ও পরিচয়কে গুরুত্ব দেওয়া হয়নি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen − thirteen =