লক্ষ্মীপুরের রায়পুরে গুলিতে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল নিহত

0
433

এস এম আওলাদ হোসেনঃ লক্ষ্মীপুরের রায়পুরে চরপাতা এলাকায় গুলিতে ১৯ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল রানা নিহত হয়েছেন। এসময় অন্ত্র ও গুলি উদ্ধারসহ আহত হয় পুলিশের এস আই মোস্তফা ও মোতাহের হোসেন দাবী করছে পুলিশ। আজ বুধবার ভোররাতে রায়পুরে চরপাতা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজিসহ ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ জানান, গুলিতে নিহত ১৯ মামলার আসাসী ও শীর্ষ সন্ত্রাসী ডাকাত সোহেল রানার বিরুদ্ধে চাঁদাবাজিসহ ডাকাতি ও মাদকসহ রায়পুর ও ফরিদগঞ্জসহ বিভিন্ন থানায় ১৯ মামলা রয়েছে। ওই সব মামলায় সোহেল পলাতক আসামী ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ঝুমুর সিনেমা হল এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। ভোররাতে তাকে নিয়ে তাকে অস্ত্র ও মাদক উদ্ধারে যায় পুলিশ। পরে রায়পুর-চাঁদপুর সড়কের পাশে চরপাতা এলাকা পুলিশ সোহেলকে নিয়ে পৌঁছলে সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে।

ওসময় গুলিতে সোহেল রানাসহ আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় সোহেলকে নিয়ে হাসপাতালে ফেরার পথে সোহেল রানার সহযোগীরা পুলিশকে লক্ষ করে ইট পাতকেল ছুড়ে এসময় পুলিশের এস আই মোস্তফা ও মোতাহের হোসেন আহত হয়। পরে তাদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র এ চিকিৎসা দেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক গুলিতের আহত সোহেল রানাকে মৃত ঘোষনা করেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা একেএম আজিজুর রহমান মিয়া জানান, আটককৃত ১৯ মামলার আসাসী সোহেল রানাকে আটককের পর অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে যাওয়ার পর সোহেলে সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিছুড়ে এসময় গুলিবিদ্ধ হয় সোহেল। পরে তাকে নিয়ে হাসপাতালে ফেরার পথে সোহেলের সহযোগীরা ইটপাটকের নিক্ষেপ করলে ওসময় পুলিশের এস আই মোস্তফা ও মোতাহের হোসেন আহত হয়। পরে গুলিবিদ্ধ হোসেলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এর আগে ঘটনাস্থল থেকে একটি এলজি ও ৯ রাউন্ড কার্তৃুজ উদ্ধার করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen + three =