Site icon Aparadh Bichitra

বরগুনার পাথরঘাটায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

বরগুনার পাথরঘাটায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু হয়েছে এমন অভিযোগ স্বজনদের। পাথরঘাটা ফায়ার ষ্টেশন সংলগ্ন সৌদী প্রবাসী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে শনিবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রসূতি সালমা বেগমের স্বামী মো.মনির ও তাঁর পিতা মো. ঘানিফ মিয়া জানান,সালমা প্রসব ব্যথায় কাতরালে সালমাকে পাথরঘাটা সৌদী প্রবাসী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসা হয়।

 

রাত আড়াইটার দিকে চিকিৎসক রুনা রহমান অপারেশন থিয়েটারে নিয়ে সিজারিয়ান অপারেশন করেন। অপারেশনের ১ ঘন্টা পর অপরাশেন থিয়েটার থেকে বের হয়ে এসে রুনা রহমান জানান, সালমার ব্লাড প্রেসার হাই হয়ে গেছে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্সে করে সালমাকে বরিশাল নেওয়ার পথে রোগীর স্বজনদের সন্দেহ হলে তারা ফের পরীক্ষার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ভোর ৫টার দিকে শারীরিক অবস্থা পরীক্ষা করে সালমা বেগমকে মৃত ঘোষণা করেন এবং জরুরী বিভাগের কর্মকর্তাগন জানান রোগী আরও ১ থেকে দেড় ঘণ্টা আগে মারা গেছেন। সালমার স্বামী মো. মনির হোসেন বলেন, ডাক্তারের ভুল চিকিৎসা এবং অবহেলার কারণেই আমার স্ত্রী মারা গেছে। আমি এর সুষ্ঠ বিচার চাই। মত্যুর খবর শুনে আত্মীয় স্বজন এবং এলাকাবাসী সৌদী প্রবাসী ক্লিনিক ঘেরাও করে রেখেছেন। ঘটনার পর থেকেই ক্লিনিক কর্তৃপক্ষ এবং চিকিৎসক পলাতক রয়েছেন।