Site icon Aparadh Bichitra

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অাগুন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৫ জুলাই) বিকেলে বিমান বন্দরের দোতলার ডিপার্চার টার্মিনালের ইমিগ্রেশনের সামনে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি সংবাদমাধ্যমকে জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

 

এখানে কোনো অগ্নিশিখা দেখা যায়নি। তবে প্রচুর পরিমাণ ধোঁয়া দেখা যাচ্ছে। আমরা ধোঁয়ার সূত্রপাত খোঁজার চেষ্টা করছি। বিমান বন্দর থেকে এক প্রত্যক্ষদর্শী জানান, বিকেলের দিকে ইমিগ্রেশনের কয়েকটি কক্ষে হঠাৎ করেই ধোঁয়া উড়তে দেখা যায়। মুহূর্তের মধ্যেই কক্ষগুলো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে টার্মিনাল থেকে সবাইকে বের হয়ে যেতে নির্দেশনা দেয় বন্দরের নিরাপত্তা বিভাগ। এদিকে ধোয়ার ঘটনায় হজ যাত্রীসহ উড্ডয়নের অপেক্ষায় থাকা যাত্রীদের মধ্যে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পরে।