শহীদ শান্তিসেনা স্মরণে রাস্তা/উড়াল সেতুর নামকরণ চাই

0
672

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব সম্মুখে সিএলএনবি ও পিসকিপার্স মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ (প্রস্তাবিত) এর উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত শহীদ স্মরণে বাংলাদেশের রাজধানী ঢাকার যেকোন রাস্তা অথবা উড়াল সেতুর নামকরণের দাবিতে এক মানববন্ধন সমাবেশ সিএলএনবি’র চেয়ারম্যান হারুনূর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তাগণ বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা দিবস (ওহঃবৎহধঃরড়হধষ উধু ড়ভ টঘ চবধপবশববঢ়বৎং) ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণে ৩০ বছর পূর্তির অবদানকে আমরা স্বাগত জানাই। একইভাবে গত শনিবার (২৬ মে ২০১৮) সেন্ট্রাল আফ্রিকায় দায়িত্ব পালনকালে দুজন শান্তিসেনা মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। বক্তাগণ আরো বলেন, দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সফল কূটনীতি এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশ জীবন ঝুঁকি নিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের কথা এখন সারা বিশ্বেই সমাদৃত। এছাড়াও শান্তিরক্ষা মিশনে তাদের সততা ও কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের বিনিময়ে দেশের জন্য অর্জনের সাথে সাথে বাংলাদেশ এখন বিশ্ব নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের এখন অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা আয়ের খাত শান্তিরক্ষা মিশন। এছাড়াও শান্তিরক্ষা মিশন সফল এলাকাগুলোতে বাংলাদেশের জন্য বিশাল বাণিজ্যের সুযোগ সৃষ্টি হয়েছে।
বক্তাগণ আরো বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের প্রায় শতাধিক শান্তিসেনা প্রাণ বিসর্জন দিয়েছেন। এজন্য বাংলাদেশের বিশ্বশান্তিবীর সম্মানে বাংলাদেশের রাজধানী ঢাকার যেকোন রাস্তা বা উড়াল সেতুকে তাদের স্মরণে উৎসর্গকৃত করা হোক।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিকনেতা হারুনার রশিদ ভুইয়া, গণস্বাস্থ্যের প্রধান নির্বাহী ছাইফুল ইসলাম শিশির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নার্গিস জাহান বানু, বাংলাদেশ সুপ্রীম কোর্ট’র সিনিয়র আইনজীবী আফজাল হোসেন, নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডাঃ সামছুল আলম, মানবাধিকার কর্মী মোঃ হানিফ, গার্মেন্টস শ্রমিক নেত্রী কামরুন্নার, খাদিজা রহমান

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 − eleven =