রাজশাহীর বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

0
615

মোঃ আখতার রহমানঃ
জাতীয় মৎস সপ্তাহের সপÍাহ ব্যাপী কর্মসুচী ঘোষনার মাধ্যমে আরম্ভ হয় সংবাদ সম্মেলন। আজকের সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা। এবারের প্রতিপাদ্য বিষয় “স্বয়ং সম্পূূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে জানানো হয়, বাঘা উপজেলা বছরে মাছের চাহিদার পরিমান এবং চাহিদা মিটিয়ে উপজেলায় উদ্বৃত্ত মাছের উৎপাদনের পরিমান দাড়িয়েছে ৬৪ মেঃ টন। বাঘা উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের মোট জনসংখ্যা- ১লাখ ৮৪ হাজার ১৮৩ জনের বিপরীতে মোট মাছের চাহিদা ৩ হাজার ৯৭০ মেঃ টন। বাৎসরিক মাছের উৎপাদন ৪ হাজার ৩৪ মেঃ টন।‘

বুধবার (১৮/০৭/২০১৮) উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজার কার্যালয়ে আযোজিত সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন উপজেলা মৎস্য অফিসার আমিরুল ইসলাম। সংবাদ সম্মেলনে আরো জনানো হয়, ১৯ জুলাই র‌্যালি,’আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করণের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। সংবাদ সম্মেলনে মৎস্য সপ্তাহের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন মৎস্য অফিসার আমিরুল ইসলাম। উপস্থিত ছিলেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, সাধারন সম্পাদক নুরুজ্জামান, গনমাধ্যম ও মানবাধিকার সংগঠক ইঞ্জনিয়ার আখতার রহমানসহ উপজেলার সকল সাংবাদিকবৃন্দ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নে মৎস খাতের গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন বর্ধিত জনগোষ্ঠীর প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন ও নারীর ক্ষমতায়নে মৎস খাত তাৎপর্যপুর্ণ অবদান রেখে চলেছে। পরিশেষে উপজেলা মৎস্য অফিসার আমিরুল ইসলাম সপ্ত্হা ব্যাপী কর্মসুচী সুষ্ঠ ও স্বার্থকভাবে পালনের জন্য উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ আন্তরিকতার সহিত সবিনয়ে আহব্বান জানান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × one =