Site icon Aparadh Bichitra

রাজাপুরে বাল্যবিবাহ ও নারীনির্যাতন বিরাধী কমিউনিটি পুলিশিং

রাজাপুর প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের মোল্লারহাট বাজারে ’পুলিশই জনতা,জনতাই পুলিশ’ এই শ্লোগানকে ধারন করে বুধবার(২৫ জুলাই) বিকাল পাঁচ টায় মাদক, সন্ত্রাস,জঙ্গি,ইভটিজিং,বাল্যবিবাহ ও নারীনির্যাতন বিরাধী কমিউনিটি পুলিশিং’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন (রাজাপুর-কাঠালিয়া) সার্কেল সিনিয়র এএসপি মোঃ মোজাম্মেল হোসেন রেজা, রাজাপুর থানা ইনচার্জ মোঃশামসুল আরেফীন। সভায় বক্তরা বলেন জনতার সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে সমাজ থেকে সন্ত্রাস, মাদক,জঙ্গিবাদ ও বাল্য বিবাহ বন্ধ করা সম্ভব না।

সমাজ থেকে প্রত্যেক অপরাধ রোধ করতে হলে পুলিশকে অবহিত করতে হবে। পুলিশ জনতার সেবায় নিয়োজিত অপরাধীদের তালিকা, তথ্য সংগ্রহ করে পুলিশকে সংবাদ দিতে জনতার প্রতি আহবান রাখেন। ’পুলিশ জনতা মিলেছে হাত সমাজ থেকে জঙ্গিবাদ নিপাত যাক’ শ্লোগান দিয়ে মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,বাল্যবিবাহ ও ইভটিজিং বন্ধে সমাজের পাশে থাকার প্রতিজ্ঞা করে করনীয় দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন। উক্ত সভায় রাজাপুর থানার পুলিশ সদস্য, কমিউনিটি পুলিশ সহ সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
অপরদিকে রাজাপুর গার্লস পাইলট স্কুলেও ইভটিজিং,বাল্যবিবাহ ও নারীনির্যাতন বিরাধী এক
সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।