রাজশাহী বাঘায় মাদকের সাথে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবে না বললেন-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

0
791

মোঃ আখতার রহমান: এাদক যুব সম্প্রদায়কে মৃত্যুও মুখে ঠেলে দেয়। সেই মাদকের কড়াল গ্রাস কে মুক্ত করতে বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহন করেছেন। মাদকের সাথে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবে না। আওয়ামীলীগে কোন অসৎ মানুষের স্থান নেই। দুর্নীতিবাজ যেই হোক, আওয়ামীলীগ কাউকে ছাড় দিবে না। দেশব্যাপি মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের জনগণের ভাগ্যোন্নয়নে জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ফলে দেশের মানুষ আর কেউ না খেয়ে থাকে না। তাই বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দেয়ার আহবান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

সোমবার (২৩ জুলাই) দুপুরে রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে বয়স্ক, অসচ্ছল প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্ত, দুঃস্থ নারীরেদর ভাতা চেক বই প্রদান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সেচ্ছাধীন তহবিলের অনুদানের অর্থেও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের মিথ্যা ও চক্রান্ত রুখে দিতে হবে। দেশবাসীর সদিচ্ছায় তাদের সব চক্রান্ত আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগের বিকল্প নাই। এজন্য নৌকা মার্কায় ভোট দিয়ে দেশ ও জনগনের ধারাবাহিক উন্নয়নে অংশগ্রহনের দাবি জানান মন্ত্রী।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজার সভাপতিত্বে ৭৮জন অসচ্ছল, দুঃস্থ প্রতিবন্ধী, বয়স্ক,স্বামী পরিত্যাক্তা ও বিধবাদের ভাত চেক বই বিতরন করেন। এছাড়াও প্রতিমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে দুঃস্থসহ মসজিদ, মাদ্রাসা, গনপাঠাগারে ৫ লাখ ৩০হাজার টাকা অনুদান প্রদান করেন তিনি।
ওয়াহিদ সাদিক এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুল কবির, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার পাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা সমাজা সেবা কর্মকর্তা আবদুল হান্নান, ওসি রেজাউল হাসান, আওয়ামীলীগের নেতা সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দীন, মাসুদ রানা তিলু, কামাল হোসেন, ফাতেমা খাতুন লতা, আবদুল কুদ্দুস সরকার, মামুন হোসেন, বাঘা পৌর প্যানেল মেয়র-১ শাহিনুর আলম পিন্টু, উপজেলা সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন প্রমুখ।
অপর দিকে সকালে আড়ানী ক্ষ্যাপা বাবার আশ্রম সংলগ্ন কেন্দ্রীয় শ্বশানের চুল্লি উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশ্রম পরিচালনা কমিটির সভাপতি বাবু প্রভাত কুমার নন্দী। চারঘাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব কুমার প্রতুলের পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, জেলা পরিষদ সদস্য জয়জয়ন্তী সরকার মালতি, আড়ানী পৌর আওয়ামীলীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সহ-সভাপতি সাইদুর রহমান, বিরাজ উদ্দীন, আড়ানী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এনামুল হক, উপজেলা হিন্দু বেদ্ধৈ খৃষ্ট্রান পরিষদের সভাপতি সুজিত কুমার পান্ডে, সাবেক সভাপতি শান্তি রঞ্জন সরকার, অধ্যাপক রাম গোপাল শাহা, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন, আড়ানী পৌর যুবলীগের সভাপতি শিক্ষক কামরুল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক আবদুল হাকিম টুটুল, অধ্যক্ষ আশরাফ আলী, অধ্যক্ষ শাহাবাজ আলী প্রমুখ।
পরে চকবাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল রশিদ। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, শিক্ষা কর্মকর্তা আহসান আরা, শিক্ষক সমিতির সভাপতি আঞ্জারুল হক, উপজেলা প্রকৌশলী একেএম মাসুদুর রহমান প্রমুখ।
বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পৃথকভাবে মনিগ্রাম ইউনিয়নের বেড় হাবাসপুর, আটঘরি কাইগিপাড়া-কেশবপুর, জোতকাদিপুর পাঁকা রাস্তার উদ্বোধন করেন। বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের অংশ হিসাবে আজকের বাঘা উপজেলায় নানা প্রকার উন্নয়নমুলক কাজের নব সুচনার বিকাশ ঘটলো উদ্ধোধনের মাধ্যমে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 − one =