অধিক আয় করতে গিয়ে লাশ হয়েছেন বাঘার ছেলে সৌদি প্রবাসী বাবুল

0
672

মোঃ আখতার রহমান: বিদেশে গেলে নাকি টাকার পাহাড় গড়া যায়। সেই চিন্তায় টাকার পাহাড় গড়ার জন্য, জীবন-জিবীকার তাড়নায় ৮ মাস পুর্বে ৫ লক্ষ টাকায় ব্যয় করে প্রবাস জীবন সৌদি আরব পাড়ি জমিয়েছিল বাঘা উপজেলার গোকুলপুর গ্রামের টকবগে যুবক বাবুল ইসলাম। কিন্তু সেখানে পৌছে ভাল কোন কাজ মেলাতে পারেনি সে। কারণ তার বৈধ ভিসা ছিলনা । অবশেষে হার্ট এ্যাটাক করে গত পাঁচদিন পুর্বে মারা গেছেন তিনি। এখান হতভাগ্য এই প্রবাসীর লাশ কি ভাবে দেশে আনবে সে চিন্তায় দিশে হারা পরিবার।

বাবলু’র বড় ভাই আশাদুল ইসলাম বাঘা থানা পুলিশকে জানায়, গত ৮ মাস পুর্বে বাঘা উপজেলার তথা কথিত আদম ব্যবসায়ী আমির গাজীর মাধ্যমে ৫ লক্ষ টাকায় তিনি তার ছোট ভাইকে সৌদি আরব পাঠান। কথা ছিল সেখানে গিয়ে একটি কম্পানীতে তার ভাইকে কাজ দেয়া হবে। কিন্তু গত ৮ মাসেও আমির গাজী তাঁর ভাইকে কোন কাজ দিতে পারেনি। এর ফলে মানুষিক চিন্তায় সে দিশেহারা হয়ে পড়ে এবং গত রোববার হার্ট এ্যাটাক করে মারা যায়। বর্তমানে তার মরাদেহ সৌদি আরবের দামমাম শহরের খোরা’র হাসপাতালে রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে থানায় অভিযোগ দায়েরের পর তথা কথিত আদম ব্যবসায়ী আমির গাজির সাথে তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বাবুল ইসলামকে ঢাকায় অবস্থিত এনাম ট্রাভেল্সে এর মাধ্যমে সৌদি আরব পাঠানোর সত্যতা স্বীকার করেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান বলেন, বাবুল ইসলাম কার মাধ্যমে কি ভাবে বিদেশ গেলো সে বিষয় টা পরে দেখবেন বলে আশ্বাস দেন মৃত বাবুলের পরিবারকে। এই মুহুর্তে তার লাশ দেশে ফিরিয়ে আনা জরুরী। তিনি এ বিষয়ে বাবলুর পরিবারকে আইনি পরামর্শ দিয়েছেন বলে উল্লেখ করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

13 − 12 =