রাজাপুরে পৈত্তিক সম্পত্তি রক্ষা করতে সংবাদ সম্মেলন

0
509

জাকির সিকদার: ঝালকাঠির রাজাপুরে শত বছরের পুরাতন সম্পত্তি রক্ষা করতে সংবাদ সম্মেলনে করেছে উপজেলার বড়ইয়ার পালট গ্রামের একটি অসহায় পরিবার। বুধবার সকাল ১০টায় উপজেলার বড়ইয়ার পালট গ্রামের তালুকদার বাড়িতে এ সংবাদ সম্মেলনে কামাল তালুকদার, আবু ছালেক তালুকদার ও মোঃ বেলায়েত যৌথ স্বাক্ষরিত লিখিত বক্তব্যে জানান, উপজেলার ৭১নং পালট মৌজার এস এস ৩৫৭ নং খতিয়ান, ২১১৬ নং দাগের (সাবেক দাগ ১৩৭৯) ১একর ৪০শতাংশ যাহা মুন্সেফি আদালতে ১৯৫৩ সালের ১৫ ডিসেম্বর নিলামী আদালতে ৩৪৩/৫৩ নং খাজনার ডিক্রি জারিতে প্রকাশ্য নিলাম হইতে তাদের দাদা মফিজ উদ্দিন তালুকদার নিলাম ক্রয় করে বায়নানামা প্রাপ্ত হন। ১৯৬৮ সালের ০৯ মে মুন্সেফী আদালতে ৬৯/১৯৬৬ নং ডিক্রী জারির মোকর্দমায় তাদের দাদা মফিজ উদ্দিন তালুকদার হাচেন আলী ও হোসেন আলী গংদের সরকারী ভাবে উৎখাত পূর্বক দখল গ্রহন করে। উৎখাত কালে হাচেন আলী ও হোসেন আলী গং তাদের দাদা মফিজ উদ্দিন তালুকদারের কাছে সাময়িকভাবে থাকার তফসিল বিরোধীয় সম্পত্তিতে থাকার জন্য অনুমতি চাইলে তাদের দাদা মফিজ উদ্দিন তালুকদার সাময়িক ভাবে অঙ্গিকারের ভিত্তিতে থাকার অনুমতি দেয়।

অনুমতি পেয়ে হাচেন আলী ও হোসেন আলী গং সাময়িকভাবে ঘর উত্তোলন করিয়া বসবাস শুরু করেন। পরবর্তীতে হাচেন আলী ও হোসেন আলী গং বসবাসের এক পর্যায়ে তারা ঐ সম্পত্তি নিজেদের বলে দাবি করলে তাদের উচ্ছেদের জন্য সহকরী জজ আদালতে ৫৮/২০১৮ নং মোকদ্দমা দায়ের করেন। মোঃ বেলায়েত সংবাদ সম্মেলনে আরো জানান, তার ৮৫ বছরের বৃদ্ধ বাবা ফজলুল হক এর পুরাতন বসতি ঘর খানা বসবাসের অনুপোযোগী হলে নতুন করে উত্তোলন করতে আলমগীর বেপারী, রশিদ বেপারী, আউয়াল বেপারী, শাহ আলম বেপারী, আমিনুল ইসলাম বেপারী,মনির বেপারী ও মোতালেব বেপারী তার বৃদ্ধ বাবার কাছে চাঁদা দাবী করেন। তার বাবা চাঁদা দিতে অস্বীকার করলে ৬৫/১০ আদি মোর্কদ্দমায় নিষেধাজ্ঞার চেয়ে পিটিশন দাখিল করলে ২০১৮ সালের ১৬ এপ্রিল মহামান্য সহকারী জজ সাহেব তার পিতাকে ঘর উত্তোলনের অনুমতি দেয়। অনুমতি পেয়ে ঘর উত্তোলনের কাজ শুরু করলে বিবাদীরা তার বাবাকে প্রাননাশের হুমকী দেয়। এ ছাড়াও বিবাদীদের সাথে সমযোতা না করে ঘর উত্তেলন করতে চেষ্টা করলে হাত-পা ভেঙ্গে জীবন শেষ করে দিবে বলে হুমকি দিয়ে আসছে। উল্লেখ মঙ্গলবার (২৪ জুলাই) তাদের নামে মিথ্যা অভিযোগ এনে উপজেলা পরিষদের সামনের গুটিকয়েক লোকনিয়ে কয়েক মিনিটের মানববন্ধন ও পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন। এমতাঅবস্থায় তারা সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

11 + 4 =